শিশু শিক্ষা নিকেতনে২ শিক্ষকের বিদায় সংবর্ধণা

চাঁপাইনবাবগঞ্জের অন্যতম বিদ্যাপিঠ শিশু শিক্ষা নিকেতনের সম্প্রতি অবসর নেয়া ২ শিক্ষকের বিদায়ী সংবর্ধণা অনুষ্ঠান হয়েছে। শনিবার সকালে শহরের কাঠালবাগিচায় বিদ্যালয়ের চত্বরে অনুষ্ঠানে বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহ অধ্যক্ষ বিলকিস আহমেদ চৌধুরী ও সিনিয়র শিক্ষক মোয়াজ্জেমা হককে বিদায় সংবর্ধণা দেয়া হয়।
নিকেতনের সভাপতি ইকবাল মনোয়ার খান চান্নার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নিকেতনের সম্পাদক মনিম উদ দৌলা চৌধুরী, নিকেতনের অধ্যক্ষ মনসুরা বেগম, পরিচালনা পর্ষদের সদস্য অব. অধ্যক্ষ সাইদুর রহমান, সহ-অধ্যক্ষ সুফিয়া সুলতানা, অভিভাবক শিশির। সংবর্ধণা অনুষ্ঠানে ২ শিক্ষককে শুভেচ্ছা উপহার তুলে দেন মেসবাহুল জাকের জঙ্গী, আলহাজ্ব আব্দুল হান্নান হানু, এ্যাড. ইয়াসমীন সুলতানা রুমাসহ শিক্ষার্থীরা ও সভাপতি-সম্পাদক।
উল্লেখ্য, প্রায় ৩৪ বছর পূর্বে পথচলা শুরু করা শিশু শিক্ষা নিকেতনের প্রতিষ্ঠালগগ্ন থেকেই এই ২ শিক্ষক শিক্ষকতা করতেন এই নিকতনে। বক্তারা ৩৪ বছরে প্রতিষ্ঠানের পাওয়া না পাওয়া এবং ২ শিক্ষকের অবদানের কথা তুলে ধরেন। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০১-০৪-১৭


from Chapainawabganjnews http://ift.tt/2oLauUy

April 01, 2017 at 12:00PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top