মুম্বাই, ১৪ এপ্রিল- প্রীতি জিনতা হলিউড কুইন। আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাব দলের মালিকানার সুবাধে এখন মাঠে গিয়ে খেলোয়াড়দের উৎসাহিত করতে গলা ফাটান। আবার ম্যাচ হারলে ক্রিকেটারদের মানসিকভাবে চাঙ্গা করতে বসে পড়েন। প্রীতি জিনতাকেই তাই দলের মেন্টর হিসাবে চিহ্নিত করে ফেলেছেন কিংস ইলেভেন পাঞ্জাব দলের খেলোয়াড়রা। দলের অন্যতম সদস্য তথা জাতীয় টেস্ট দলের উইকেটকিপার ঋদ্ধিমান সাহা বুধবার বলছিলেন, আমরা জিতলে প্রীতি অভিনন্দন জানান। সে তো প্রায় প্রত্যেকেই করে থাকে। কিন্তু দল হারলে যেভাবে উনি পাশে দাঁড়ান, মনে রাখার মতো। কীভাবে? ঋদ্ধি বলছিলেন, দল হারলে টিম হোটেলে বৈঠক করেন প্রীতি। সেখানে প্রত্যেক ক্রিকেটারের সঙ্গে আলাদা করে কথা বলেন। কার কোথায় সমস্যা হচ্ছে, আর কী কী করা উচিত সমস্ত কিছু জানতে চান। এমনভাবে উদ্বুদ্ধ করেন যে, প্রত্যেকেই অনেক চাপমুক্ত হয়ে পরের ম্যাচে মাঠে নামতে পারে। আর/০৭:১৪/১৪ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2odQkSA
April 14, 2017 at 03:55PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top