বিমান থেকে ফেলা হল মানুষের দেহ

মেক্সিকো সিটি, ১৩ এপ্রিলঃ মাথার উপর দিয়ে উড়ে যাওয়া বিমান থেকে ফেলা দেওয়া হল এক ব্যক্তির মৃতদেহ! বুধবার এরকমই এক দৃশ্যের সাক্ষী তাকল মেক্সিকোর সিনালোয়া প্রদেশ। বিমান থেকে দেহটি একটি হাসপাতালের ছাদে ফেলা হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বুধবার সকাল সাড়ে সাতটা নাগাদ এল ডোরাডো শহরে খুব নিচু দিয়ে উড়ে যাচ্ছিল একটি বিমান। সেইসময় হঠাৎই বিমান থেকে একজনকে ফেলে দেওয়া হয়।  একটি হাসপাতালের ছাদে এসে পড়ে দেহটি। প্রশাসনের তরফে জানানো হয়েছে, ভারী কিছুর সঙ্গে ধাক্কা লাগার ফলে যে ধরণের ক্ষতের সৃষ্টি হয়, সেইরকম ক্ষত রয়েছে দেহটিতে। তবে বিমান থেকে দেহ ফেলার ব্যাপারে প্রশাসনের তরফে কিছু জানানো হয়নি। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, এদিন আরও দুই জায়গা থেকে দুটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সেগুলিও ওই বিমান থেকে ফেলা হয়েছে বলে সন্দেহ তাদের। মাদক পাচারের জন্য কুখ্যাত সিনালোয়া প্রদেশ। বিমান থেকে দেহ ফেলার পিছনে মাদক পাচারের সঙ্গে যুক্ত কোনো গ্যাংয়ের হাত থাকতে পারে বলে দাবি স্থানীয় সংবাদমাধ্যমগুলির।



from Uttarbanga Sambad http://ift.tt/2o9Ccd2

April 13, 2017 at 02:57PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top