ঢাকা, ১৫ এপ্রিল- নতুন বছরে নতুন সব গল্প নিয়ে নতুনভাবে জীবনকে কাছ থেকে উপভোগ করার সুযোগ পেলেন ঢালিউডের আলোচিত নায়ক শাকিব খান ও অপু ইসলাম খান। একই ফ্রেমে বন্দী তিনটি জীবন! যেন নতুন করে রাজ্য সাজানোর মতো। অনেকেই বলছেন, এ যেন শুধু ছবি নয়...। হাসপাতাল থেকে ফিরে নববর্ষের প্রথম দিনেই স্ত্রী অপু বিশ্বাস ও সন্তান আব্রাহামের সঙ্গে সময় কাটালেন চিত্রনায়ক শাকিব। পারিবারিক আয়োজনে একটি পাঁচতারা হোটেলে বৈশাখের প্রথম দিনের সন্ধ্যা কাটান তারা। সে সময় কিং খানের পরনে ছিল পাঞ্জাবি-পাজামা। আর অপু পরেছিলেন সালোয়ার কামিজ। বৈশাখী পাঞ্জাবি আর উত্তরীয়তে সেজেছিল তাদের একমাত্র সন্তান আব্রাহাম। অপু বলেন, ঘন্টাখানেক আমরা একসঙ্গে সময় কাটিয়েছি। শাকিব ও আমার জন্য এটি নতুন অভিজ্ঞতা। কারণ গত বছরও এই বিশেষ দিনে আব্রাহাম পৃথিবীতে আসেনি। বাবা-মা হিসেবে এটা আমাদের কাছে অবশ্যই স্মরণীয় দিন। শাকিব বলেন, এবারের বৈশাখটা অন্যরকম কেটেছে। সন্তানের সঙ্গে বাংলা নববর্ষ পালন করছি। যে এরই মধ্যে মহাতারকা হয়ে গেছে। সন্তানের ভবিষ্যত নিয়েই আমার এখনকার যত ভাবনা। ২০০৭ সালে এফ আই মানিকের কোটি টাকার কাবিন ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে জুটি বাঁধেন শাকিব-অপু। এরপর প্রায় ৮ বছরেরও বেশি সময় ধরে জুটি হিসেবে ঢালিউডের দর্শকদের মন জয় করে চলছেন। আর/১৭:১৪/১৫ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2oKkn8s
April 16, 2017 at 12:45AM
15 Apr 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top