মোকোয়া, ২ এপ্রিলঃ ভয়াবহ ভূমিধস ও বন্যায় তলিয়ে গেল কলম্বিয়ার মোকোয়া শহর। এই ঘটনায় এখনও পর্যন্ত ১৯৩ জন মানুষের মৃত্যু হয়েছে। সূত্রের খবর, দক্ষিণ কলম্বিয়ার মোকোয়া শহরে বেশ কয়েকদিন ধরে ভারী বৃষ্টি ও বন্যার জেরে বিভিন্ন এলাকায় ধস নামে। এতে কমপক্ষে ১৯৩ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২০২ জন। বহু মানুষ নিখোঁজ রয়েছে।
বিপর্যয়ের খবর পেয়েই মোকায়া শহরে শনিবার সকালে পৌঁছন কলম্বিয়ার রাষ্ট্রপতি জুয়ান ম্যানুয়েল স্যান্টোস। তিনি পরিস্থিতি খতিয়ে দেখার পর সেখানকার মানুষদের সবরকম সাহায্য করার নির্দেশ দেন প্রশাসনকে। তাঁর তদারকিতেই চলছে উদ্ধার কার্য।
from Uttarbanga Sambad http://ift.tt/2op1NDy
April 02, 2017 at 12:10PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন