ভুবনেশ্বর, ১৮ এপ্রিলঃ পুজো দেওয়া নিয়েও রাজনীতির অভিযোগ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরীর জগন্নাথ মন্দিরে পুজো দেওয়া নিয়ে আপত্তি জানালেন মন্দিরেরই এক সেবায়েত। মঙ্গলবার ভুবনেশ্বরে পৌঁছে সুদীপ বন্দ্যোপাধ্যেয়কে দেখে বুধবার জগন্নাথ মন্দিরে পুজো দেওয়ার কথা তাঁর। অভিযোগকারী সেবায়েত সোমনাথ কুণ্ঠিয়া জানান, মমতা বন্দ্যোপাধ্যায় গোমাংস খাওয়াকে সমর্থন করেছেন। ফলে তাঁর মন্দিরে প্রবেশ নিষিদ্ধ করার আর্জি জানান মন্দির কর্তৃপক্ষের কাছে। অশান্তি সৃষ্টির চেষ্টার জন্য ওই সেবায়েত বর্তমানে ওড়িশা পুলিশের হেপাজতে। তৃণমূল শিবিরের সন্দেহ এর পেছনে রয়েছে বিজেপির ইন্ধন।
উল্লেখ্য, দিন কয়েক আগেই ভুবনেশ্বরে এক দলীয় কর্মসূচীতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রথমে গোমাংস এবং পরে রামনবমীর মতো সংবেদনশীল ইশ্যুতে মুখ্যমন্ত্রীর বিতর্কিত মন্তব্য চাপা উত্তেজনা তৈরি করেছে রাজনৈতিক মহলে।
from Uttarbanga Sambad http://ift.tt/2pupwCw
April 18, 2017 at 04:25PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন