মুম্বাই, ১৯ এপ্রিল- বলিউড শাহেন শাহ হিসেবে নিজের আসন শক্তভাবে প্রতিষ্ঠা করেছেন শাহরুখ খান। রোমান্স থেকে শুরু করে আন্ডার ওয়ার্ল্ডের ডন সব চরিত্রেই দেখিয়েছেন কারিশমা। তবে একটি অপূর্ণ ইচ্ছা রয়েছে শাহরুখ খানের। এবার সেটা বাস্তবায়ন করতে চান চেন্নাই এক্সপ্রেস ছবির এই নায়ক। হিন্দু পুরাণ মহাভারতর কাহিনি নিয়ে চলচ্চিত্র বানাতে চান শাহরুখ খান। সম্প্রতি নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ইন্ডিয়ার ডিএনএ পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে এমন ইচ্ছাই প্রকাশ করেন তিনি। তবে ছবিটি নির্মাণে আন্তর্জাতিক প্রযোজক প্রয়োজন মনে করেন দেবদাস খ্যাত এই তারকা। শাহরুখের মতে, বলিউডের চলচ্চিত্রের বাজার এবং ব্যয় সীমিত। তাই মহাভারতের মতো ছবি নির্মাণে আন্তর্জাতিক প্রযোজক হলে বাজারও উন্মুক্ত হবে। তবে এ ক্ষেত্রে বলিউড থেকে রেড চিলিস, যশরাজ ফিল্মস ও ধর্মা প্রডাকশনের প্রযোজনার সম্ভাবনা রয়েছে বলেও জানান উপমহাদেশের অন্যতম সেরা এ মেগাস্টার। শাহরুখ জানান, শিগগিরই তিনি শুরু করতে চান মহাভারতের কাজ এবং তার প্রত্যাশা ছবিটি বাহুবলীর চেয়েও দারুণ কিছু বয়ে আনবে দর্শকদের জন্য। আর/১৭:১৪/১৯ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2orIBAs
April 20, 2017 at 12:16AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top