আগরতলা, ০১ এপ্রিল- ত্রিপুরা রাজ্যের ১০ হাজার ৩শ ২৩ জন শিক্ষকের চাকরি চ্যুতি ইস্যুতে এখনো রাজ্য রাজনীতি সরগরম। এ ঘটনার জন্য বিরোধী দলগুলো রাজ্যের বামফ্রন্ট সরকারকে দায়ী করছে। আর তৃণমূল কংগ্রেস তো রীতিমতো মুখ্যমন্ত্রী মানিক সরকারের শবযাত্রা কর্মসূচিই আয়োজন করলো। শুক্রবার (৩১ মার্চ) বিকেলে দলের কর্মী সমর্থকরা মানিক সরকারের কুশপুতুল তৈরি করে তৃণমূল কংগ্রেস ভবনের সামনে থেকে শবযাত্রা আয়োজন করে। রাজধানীর বিভিন্ন রাজপথ পরিক্রমা শেষে আবার দলের কার্যালয়ের সামনে এসে মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাহ করে। তাদের অভিযোগ, নিয়ম নীতি না মেনে সরকার এই চাকরি দিয়েছিলো। তাই এখন চাকরি চলে গেছে। এর সম্পূর্ণ দায়ভার মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারের। এর নৈতিক দায় নিয়ে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2okHgj1
April 01, 2017 at 05:33PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top