খেলা নিয়ে বাজি ধরা একটি স্বাভাবিক ঘটনা। আইনত অনেক দেশে এটা নিষিদ্ধ থাকলেও আইন অমান্য করেন অনেকেই। তবে এই ফুটবল ফ্যান বাজিতে হেরে এমন বিপদে পড়বে তা কি জানত? অবশ্যই জানত; না হলে বাজি ধরল কেন? চার্লি ব্যাম্বার নামে এক্সটার সিটির সেই সমর্থক প্লাইমাউথের বিপক্ষে ম্যাচে এই বাজি ধরেছিলেন। ভাগ্যের ফেরে বেচারার এই দশা! বেশ জোশ নিয়েই বাজি ধরেছিলেন চার্লি। ইংলিশ লিগের ঐ ম্যাচে দল জিতলে পেতেন মাত্র ৪০ পাউন্ড! কিন্তু দুর্ভাগ্য তো বলে কয়ে আসেনা। প্লাইমাউথের কাছে হেরে এল তার দল। এরপরই বাজির শর্ত পূরণ করতে হলো চার্লিকে। প্লাইমাউথ সমর্থকের ধারণ করা একটি ভিডিও ফুটেজে ২৩ বছর বয়সী চার্লিকে রাস্তা থেকে ঘোড়ার মল তুলে মুখে দিতে দেখা গেছে। এই কাণ্ডের পর চার্লি বমি করে দেন। মুখের ভেতরের দুর্গন্ধ দূর করতে তিনি নাকি একটি টুথপেস্টের পুরো টিউব খালি করে দিয়েছেন। এতে তার মুখের দুর্গন্ধ গেলেও আরেক বিপদে পড়েন তিনি। বেচারার গার্লফ্রেন্ড তাকে চুমু খেতে অস্বীকার করেন। ঘটনার পর মাসখানেক কেটে গেলেও বান্ধবীর চুমু ভাগ্যে (থুড়ি ঠোঁটে) জোটেনি চার্লির! আর/১৭:১৪/১০ এপ্রিল
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2or7BM7
April 11, 2017 at 04:30AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.