মুম্বাই, ০৮ এপ্রিল- বলিউডের লাস্যময়ী তারকা বিপাশা বসু বিয়ের পর বেশ সুখের সময় পার করছেন। বর্তমানে রুপালি পর্দার চাইতে ব্যক্তিগত লাইফস্টাইলের প্রতিই বেশি আগ্রহ এই তারকার। ব্যস্ত সময় কাটাচ্ছেন মডেলিং আর নিজের ফিটনেস স্কুল নিয়ে। সম্প্রতি ভারতীয় নারীদের জন্য একটি সেবামূলক কাজের পরিকল্পনা হাতে নিয়েছেন বিপাশা। মুম্বাই, দিল্লী ও কলকাতায় নারীদের আত্মরক্ষার কৌশল শেখাতে কারাতে স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এই স্কুল খোলা নিয়ে বিপাশা ভারতীয় গণমাধ্যমে জানান, ভারতে দিন দিন নারীদের অনিরপত্তার হার বেড়েই চলছে। প্রতিনিয়তই নারীরা শিকার হচ্ছেন ধর্ষণসহ নানান রকম শারিরীক নির্যাতনের। আর এসব থেকে মুক্তি দিতেই আগ্রহী নারীদের কারাতে স্কুলে শত্রুর হাত থেকে আত্মরক্ষার কৌশল শেখাতে চাই। ইতোমধ্যেই স্কুলগুলোর আইনি সম্মতি যোগাড় করে ফেলেছেন নায়িকা। খুব শিগগিরই চালু হবে এই কার্যক্রম। বিপাশা দীর্ঘদিন প্রেমের সম্পর্কের পর গেল বছর বিয়ে করেন প্রেমিক কারান সিং গ্রোভারকে। তারপর দীর্ঘ ৮ মাস শোবিজে বিপাশার উপস্থিতি নেই বললেই চলে। আপাতত কারাতে স্কুলের খবর দিয়েই ভক্তদের সন্তুষ্ট রাখলেন এই অভিনেত্রী। আর/১৭:১৪/০৮ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2nO0ARj
April 08, 2017 at 11:42PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top