এবার বার্সেলোনাকেও পরাজয়ের স্বাদ উপহার দিল জুভেন্টাস। অপ্রতিরোধ্য গতিতে ছুটতে থাকা ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস বুধবার নিজেদের মাঠে ৩-০ গোলে রীতিমতো উড়িয়েই দিল কাতালানদের। সেই সঙ্গে ইউরোপ সেরার এই লড়াইয়ের শেষ চারে এক পা দিয়েও রাখলো ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রির শিষ্যরা। নিজেদের মাঠ তুরিনে ম্যাচের শুরু থেকেই দুর্বার স্বাগতিকরা। কোন কিছু বুঝে উঠার আগেই স্পেনের জায়ান্ট ক্লাব বার্সেলোনার বিপক্ষে গোল করে বসেন পাওলো দিবালা। ম্যাচের সাত মিনিটে তার করা গোলেই উচ্ছ্বাসের জোয়ারে ভাসে স্বাগতিক সমর্থকরা। প্রথমার্ধের ২২ মিনিটে জুভেন্টাসের গোল ব্যবধান দ্বিগুন করেন এই আর্জেন্টাইন। এরপর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে উঠে মেসি-ইনিয়েস্তারা। কিন্তু কোন চেষ্টাই কাজে লাগেনি তাদের। যে কারণে ২-০ গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় লুইস এনরিকের দল। বিরতির পরও দুর্বার জুভেন্টাস। ম্যাচের ৫৫ মিনিটে জুভেন্টাসের হয়ে ইতালিয়ান ডিফেন্ডার জর্জিও চিয়েল্লিনি গোল করলে ৩-০ ব্যবধানে পিছিয়ে পড়ে বার্সেলোনা। এই ধাক্কা আর ম্যাচের বাকি সময়টাতে সামলিয়ে উঠতে পারেননি মেসি-নেইমার-সুয়ারেজদের নিয়ে গড়া বিশ্বফুটবলের সবচেয়ে শক্তিশালী আক্রমণভাগের দল বার্সেলোনা। যে কারণে প্রথম লেগে বড় হার নিয়েই মাঠ ছাড়তে হলো সফরকারীদের। তবে জুভাদের কাছে প্রথম লেগে হারলেও অসম্ভব জয়ে টুর্নামেন্টে ফেরার গল্প আছে বার্সেলোনার। সেই স্মৃতিটাও খুব বেশিদিন আগের নয়। গত মাসেই যে প্যারিস সেন্ট জার্মেইর কাছে শেষ ষোলর প্রথম লেগে ৪-০ গোলে হেরে যায় কাতালানরা। পরে দ্বিতীয় লেগের ম্যাচটি ৬-১ গোলে জিতে ফুটবল ইতিহাসে নতুন ইতিহাস সৃষ্টি করে শেষ আটে জায়গা করে নেয় বার্সেলোনা। লুইস এনরিকের শিষ্যরা কি পারবে এবার? দলটা যেহেতু জুভেন্টাস, তাই প্রশ্নবোধক চিহ্ন! কারণ ইউরোপিয়ান টুর্নামেন্টে টানা ২২টি হোম ম্যাচে অপরাজিত তারা। সিরি এ লিগেও এককভাবে রাজত্ব করছে তারা। ইতোমধ্যেই টানা পঞ্চম শিরোপা জয়ের স্বাদ পেয়েছে জুভেন্টাস। এবার রেকর্ড ষষ্ট লিগ শিরোপা জয়ের হাতছানি জুভাদের সামনে। তাই দ্বিতীয় লেগ শেষ না হওয়ার আগে চূড়ান্ত কিছুই নিশ্চিত করে বলা যাচ্ছে না। সূত্র : বিবিসি, মেইল অনলাইন, টেন ওয়ান আর/০৭:১৪/১২ এপ্রিল
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2o2Lbgk
April 12, 2017 at 01:24PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন