‘আমি একজন আইএস এজেন্ট’ দিল্লি বিমানবন্দরে দাবি এক ব্যক্তির

নয়াদিল্লি, ২৮ এপ্রিলঃ ‘হ্যালো আমি একজন আইএসআই এজেন্ট। কিন্তু আমি আর ওই কাজ করতে চাই না। আমি ভারতে থাকতে চাই।’ দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এয়ার ইন্ডিয়ার একটি বিমান থেকে নামা এক ব্যক্তির এমন দাবি শুনে হতবাক সকলেই।

মহম্মদ আহমেদ শেখ মহম্মদ রফিক নামে পাকিস্তানি পাসপোর্টধারী এক ব্যক্তি বিমানবন্দরের হেল্পডেস্কের সামনে কাউন্টারে গিয়ে জানায়, সে পাকিস্তানি ইন্টালিজেন্স এজেন্সি আইএসআই-য়ের ব্যপারে কিছু তথ্য জানাতে চায়।

তার কথা শোনার পর বিমানবন্দর কর্তৃপক্ষ সেই পাকিস্তানি ব্যক্তিকে আটকে সঙ্গে সঙ্গে খবর দেয় সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সিকে।

বছর ৩৮-এর রফিক দুবাই থেকে এয়ার ইন্ডিয়ার বিমানে দিল্লি পর্যন্ত আসলেও তার আসন সংরক্ষিত ছিল কাঠমান্ডু পর্যন্ত। যদিও সে পরবর্তী বিমান না ধরে দিল্লিতেই হেল্প ডেস্কের কাছে আত্মসমর্পণ করার মনস্থির করে।

জেরার সময় রফিক জানায়, আগে সে আইএসের সঙ্গে যুক্ত থাকলেও এখন নতুন করে জীবন শুরু করতে চায়।

অন্যত্র নিয়ে গিয়ে বিভিন্ন গোয়েন্দা সংস্থা নানভাবে জেরা করে রফিককে। খতিয়ে দেখা হচ্ছে তার মন্তব্যের সত্যতা।



from Uttarbanga Sambad http://ift.tt/2oF25GQ

April 28, 2017 at 09:17PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top