কুমিল্লার রুরাল মাল্টিপারপাসের সভাপতির বিরুদ্ধে মামলা হচ্ছে

নিজস্ব প্রতিবেদক ● গ্রাহকদের আমানতের অর্থ আত্মসাত্ ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে রুরাল মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের সভাপতি মো. শাহজাহানের বিরুদ্ধে গত রবিবার মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

শীঘ্রই তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলে দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য জানিয়েছেন।

দুদক সূত্র জানায়, কুমিল্লা খিরনশাল কাজী জাফর আহমদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহানের বিরুদ্ধে ২০০৯ সালের ১২ ফেব্রুয়ারি থেকে ২০১৪ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত গ্রাহকদের আমানতের এক কোটি ৯৯ লাখ ২৫ হাজার টাকা আত্মসাত্ করার অভিযোগ রয়েছে।

এ ছাড়া দুর্নীতি, প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ছয় কোটি ৫৭ লাখ ৮৩ হাজার ৭৩৩ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।



from ComillarBarta.com http://ift.tt/2nzAnuD

April 11, 2017 at 11:53AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top