মিশরের গির্জায় বিস্ফোরণ, মৃত ২৫ আহত ৭১

কায়রো, ১০ এপ্রিলঃ রাজধানী কায়রোর দক্ষিণে নীলনদের তীরবর্তী তান্তা শহরের একটি গীর্জায় বিস্ফোরণে মৃত কমপক্ষে ২৫ এবং আহত অন্তত ৭১। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।

সংখ্যালঘু খ্রীষ্টান সমপ্রদায়ের ওপর একাধিকবার জঙ্গি হামলা ঘটিয়েছে ইসলামিক জঙ্গি সংগঠনগুলি। মিশরে খ্রীষ্টান সম্প্রদায়ের সংখ্যা দেশের মোট জনসংখ্যার মাত্র ১০ শতাংশ। তদন্তে নেমেছে গোয়েন্দাবাহিনী।

পোপ ফ্রান্সিসের মিশরে আসার মাত্র এক সপ্তাহ আগে এমন ঘটনা দেশের নিরাপত্তার ওপর একটি বড় প্রশ্ন।



from Uttarbanga Sambad http://ift.tt/2pjZ36J

April 10, 2017 at 01:32PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top