মো. আবুল কাশেম, বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি::সিলেটের বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়ন পরিষদের ২০১৭-১৮ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। রোববার সকালে পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক’র সভাপতিত্বে ও সচিব বিজিত রঞ্জন সরকার’র পরিচালনায় পরিষদের বাজেট ঘোষণা করা হয়।
বাজেটে আয় দেখানো হয়েছে ১ কোটি ৭ লাখ ৪০ হাজার ৮৯ টাকা ও ব্যয় দেখানো হয়েছে ১ কোটি ৫ লাখ ৬৫ হাজার ৮৯ টাকা এবং উদ্ধৃত দেখানো হয়েছে ১ লাখ ৭৫ টাকা। ঘোষিত বাজেটে ভৌত অবকাঠামোখ্যাতে ৩০ লাখ টাকা, আর্থ-সামাজিক অবকাঠামোখ্যাতে ২৫ লাখ টাকা, কৃষি ও সেচখ্যাতে ৫ লাখ টাকা, মহিলা-যুব ও শিশুখ্যাতে ৫ লাখ টাকা এবং শিক্ষাখ্যাতে ৪ লাখ টাকা’সহ অবিশস্ট টাকা বিভিন্নখ্যাতে বরাদ্ধ প্রদান করা হয়েছে।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ইউপি’র প্যানেল চেয়ারম্যান-২ আবদুল জলিল হিরণ মিয়া মেম্বার, প্যানেল চেয়ারম্যান-৩ লাকী বেগম মেম্বার, ইউপি মেম্বার ফজর আলী, ইউনুছ আলী, শামীম আহমদ, আবদুল মুমিন মামুন, জহুর আলী, শাহনেওয়াজ চৌধুরী সেলিম, হেলাল আহমদ, করিমা বেগম, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, উপজেলা গ্রাম আদালতের কো-অর্ডিনেটর গীতা রাণী মোদক।
সভায় উপস্থিত ছিলেন প্রবীন সাংবাদিক-কবি সাইদুর রহমান সাঈদ, সংগঠক আনোয়ার মিয়া, বিশ্বনাথ সদর ইউপির অফিস সহকারী রাজু কুমার চৌধুরী, উপজেলা গ্রাম আদালতের সহকারী রনজিৎ মালাকার, মাজহারুল ইসলাম, বিশ্বনাথ সদর ইউপি তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তা শিবু কান্তি দাশ, সীমা রাণী মালাকার প্রমুখ’সহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ।
অলংকারী ইউনিয়ন:
সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়ন পরিষদের ২০১৭-১৮ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। রোববার সকালে পরিষদ মিলনায়তনে বাজেট ঘোষণা করেন পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল। এতে প্রধান অতিথি ছিলেন পরিষদের সাবেক চেয়ারম্যান সামছুজ্জামান সমছু।
এদিকে পরিষদের ‘চেয়ারম্যান ও সদস্যদের’ মধ্যে অভ্যন্তরীণ সমস্যা থাকার কারণে পরিষদের ১৩ জন সদস্যের মধ্যে ১১ জন সদস্য ‘বাজেট ঘোষণা অনুষ্ঠান’কে বয়কট করে সভায় অনুপস্থিত ছিলেন। এরপর বাজেট বয়কটকারী ওই ১১ জন সদস্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)’র কাছে চেয়ারম্যানের বিরুদ্ধে মৌখিক অভিযোগ করেছেন।
ঘোষিত বাজেটে আয় দেখানো হয়েছে ১ কোটি ৯ লাখ ১৫ হাজার ৯৫ টাকা ও ব্যয় দেখানো হয়েছে ১ কোটি ৮ লাখ ৬৯ হাজার ৮৯৫ টাকা এবং উদ্ধৃত দেখানো হয়েছে ৪৫ হাজার ২০০ টাকা। ঘোষিত বাজেটে যোগাযোগখ্যাতে ৫২ লাখ ৭২ হাজার ৫৫৭ টাকা, শিক্ষাখ্যাতে ১৩ লাখ ৮৭ হাজার ৫১৫ টাকা, পানি সরবরাহ ৫ লাখ ৫৫ হাজার ৬ টাকা’সহ অবিশস্ট টাকা বিভিন্নখ্যাতে বরাদ্ধ প্রদান করা হয়েছে।
ইউপি চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল’র সভাপতিত্বে ও ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্রের উদ্যোগক্তা সুরমান আলী সুমন’র পরিচালনায় বক্তব্য রাখেন ইউপি’র প্যানেল চেয়ারম্যান-১ আলতাব আলী মেম্বার, অলংকারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তফজ্জুল আলী, সাবেক ইউপি সদস্য আবদুল ওয়াদুদ আজাদ, মৌরস আলী, শায়েস্তা মিয়া, নূর মিয়া, বড় খুরমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মনোয়ারা বেগম হেপী, ব্যবসায়ী বলাই খা, সমাজসেবী ফারুক আহমদ, আলাউদ্দিন চৌধুরী, সিতার মিয়া, ইছহাক একাডেমীর প্রতিষ্ঠাতা মিজানুর রহমান মুজাহিদ।
স্বাগত বক্তব্য রাখেন ইউপি সচিব মনির উদ্দিন। সভায় উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য জ্যোৎন্সা বেগম, নেহার বেগম, ছোট খুরমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিমাংশু গুন’সহ বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কি কারণে পরিষদের ১১ জন সদস্য বাজেট ঘোষণা অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন, তা জানেন না বলে জানিয়েছেন অলংকারী ইউপি চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল।
অলংকারী ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে পরিষদের ১১ সদস্যের মৌখিক অভিযোগ দাখিলের সত্যতা স্বীকার করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিতাভ পরাগ তালুকদার।
খাজাঞ্চী ইউনিয়ন:
সিলেটের বিশ্বনাথে উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের ২০১৭-১৮ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। রোববার সকালে পরিষদ মিলনায়তনে বাজেট ঘোষণা করেন পরিষদের চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন। এতে প্রধান অতিথি ছিলেন রাজনীতিবিদ ও সমাজ সেবক ময়নুল হক।
বাজেটে আয় দেখানো হয়েছে ১ কোটি ৪ লাখ ৮০ হাজার ৫৬৪ টাকা ও ব্যয় দেখানো হয়েছে ১ কোটি ৫ লাখ ৬৫ হাজার ৮৯ টাকা এবং উদ্ধৃত দেখানো হয়েছে ১ লাখ ৭৫ টাকা। ঘোষিত বাজেটে যোগাযোগখ্যাতে ৪০ লাখ টাকা, শিক্ষাখ্যাতে ১৬ লাখ, স্বাস্থ্যখ্যাতে ১৩ লাখ টাকা’সহ অবিশস্ট টাকা বিভিন্নখ্যাতে বরাদ্ধ প্রদান করা হয়েছে।
ইউপি চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন’র সভাপতিত্বে ও সচিব বিষ্ণুপদ চৌধুরী’র পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রবাসী কামাল উদ্দিন সাবলু, শিক্ষাবিদ মাওলানা আবুল বশর মোহাম্মদ ফারুক, বিশ্বনাথ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ সিরাজ উদ্দিন ও বক্তব্য রাখেন ইউপি মেম্বার আমির উদ্দিন, শফিক মিয়া।
সভায় উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা ছৈইফ উল্লাহ, ইউপি মেম্বার গৌছ আহমদ বাবুল, মিছিরুল ইসলাম, আব্দুল মতিন, রীতা রাণী বৈদ্য, ছালমা বেগম, ছুবেরা বেগম, বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য নুর উদ্দিন, সংগঠক রাজু আহমদ, আবুল বশর, লিয়াকত আলী, ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের উদ্বোক্তা মাসুদ আহমদ, মুন্নি আক্তার প্রমুখ।
from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2oY4pos
April 30, 2017 at 08:15PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন