তক্ষক সহ গ্রেফতার দুই ব্যক্তি

শিলিগুড়ি, ১ এপ্রিলঃ একটি তক্ষক, একটি বাইক ও নগদ ৭৫০০ টাকা সহ গ্রেফতার ২। শুক্রবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে বিকেল ৫টা নাগাদ মাটিগাড়া সিটি সেন্টারের কাছেই অভিযান চালিয়ে উদ্ধার হয় এই চোরাই তক্ষক। ডিকে সিং এর নেতৃত্বে ৪১ নম্বর ব্যটেলিয়নের একটি দল এই অভিযানটি চালায়। তক্ষক ও আনুসঙ্গিক সামগ্রীর বাজারমূল্য প্রায় ৭৫ লক্ষ ৭৫ হাজার টাকা।

চোরাই সামগ্রী সমেত অভিযুক্ত দুই ব্যক্তিকে সুকনা বনদপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে।



from Uttarbanga Sambad http://ift.tt/2nWbs3x

April 01, 2017 at 07:26PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top