গরমে ত্বক থাকুক বরফের যত্নে

উত্তরবঙ্গ সংবাদ পোর্টালঃ গরমে ত্বকের প্রয়োজন একটু বেশি যত্ন। আইসক্রিম খাওয়ার সঙ্গে সঙ্গে যদি আইস কিউব ত্বকের যত্নে ব্যবহার করা যায় তাহলে আপনার ত্বক অনেকটাই হয়তো থাকবে সূর্যের ক্ষতিকারক রশ্মির থেকে সুরক্ষিত।

১) গরম মানেই সানবার্ন! ত্বক পুড়ে কাঠকয়লা। আরাম পেতে শসাকুচি ডিপফ্রিজে রেখে জমিয়ে নিন। সেই টুকরো বুলিয়ে নিন মুখে-গলায়। জ্বালা ও সানবার্ন দুটোই কমবে।

২) পাতলা কাপড়ে বরফ মুড়ে সপ্তাহে  একবার সারামুখে মাসাজ করুন। এতে রক্ত চলাচল ভালো হবে। গরমে নির্জীব ত্বক নিমেষে হবে টানটান ও ঝলমলে।

৩) রোদে পুড়ে, ঘামে ভিজে বুড়িয়ে যাচ্ছেন দ্রুত? রোজ একটুকরো বরফ নিয়ে মুখে মাসাজ করুন। বলিরেখা কমে আপনি সুইট সিক্সটিন।

৪) স্ক্রাবরা ছাড়াই মৃতকোষ তুলতে চান? দুধ আর জল মিশিয়ে আইস কিউব বানান। তাই দিয়ে ত্বক মাসাজ করুন একদিন অন্তর। দুধের ল্যকটিক অ্যাসিড ডেড সেল পরিস্কার করতে সাহায্য করবে।

৫) ফাউন্ডেশন লাগানোর আগে প্রইমারের বদলে ঘষে নিন এক টুকরো বরফ। ত্বক হবে মসৃণ। ঘাম হবে কম। সঙ্গে এক্সট্রা বেনিফিট হিসাবে মেকআপও গলবে না।



from Uttarbanga Sambad http://ift.tt/2oJucF3

April 29, 2017 at 11:30PM
29 Apr 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top