তৃণমূল সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন বিজেপি সভাপতি

কলকাতা, ২৬ এপ্রিলঃ বুধবার কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠকে রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন বিজেপি-র সর্বভারতীয় দলের সভাপতি অমিত শাহ। এদিন তিনি বলেছেন, ‘বাংলার অবস্থা খুবই খারাপ। সবক্ষেত্রে পিছিয়ে রয়েছে বাংলা। উত্পাদন শিল্প, কৃষিক্ষেত্র এবং আর্থিক উন্নয়নে পিছিয়ে রয়েছে বাংলা। সব কারখানা বন্ধ হয়ে গড়ে উঠেছে বোমা তৈরির কারখানা। পাশাপাশি বাংলাদেশ সীমান্তে অবৈধ অনুপ্রবেশ বেড়েছে।’

চিট ফান্ড ও নারদ কাণ্ডের অভিযোগ তুলে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তোলেন অমিত শাহ। তিনি বলেছেন, ‘তৃণমূল সরকার দুর্নীতিতে ডুবে গিয়েছে। তৃণমূলের নেতারা ঘুষ নিচ্ছেন। তা স্টিং অপারেশনে দেখা গিয়েছে।’ তাঁর দাবি, বাংলায় ক্রমশ বাড়ছে বিজেপি-র সংগঠন। এখন বিজেপি-র একমাত্র লক্ষ্য পশ্চিমবঙ্গের উন্নয়ন।

এদিন সকালে পদাতিক এক্সপ্রেসে চড়ে কলকাতায় পৌঁছান বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। পোর্ট ট্রাস্টের গেস্ট হাউসে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সকাল ১১টা নাগাদ প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করেন তিনি। সেখান থেকে ফিরে পোর্টের গেস্ট হাউসে মধ্যাহ্নভোজন সেরে ভবানীপুরে মুখ্যমন্ত্রীর কেন্দ্রে গেলেন বিজেপি সভাপতি। সেখানে বৈঠকের পর ৮২ নম্বর ওয়ার্ডের চেতলা লকগেট বস্তি এলাকার ৫টি বাড়িতে যাওয়ার পর বিকেল সাড়ে ৫টা নাগাদ মহাজাতি সদনে সভা করবেন তিনি।



from Uttarbanga Sambad http://ift.tt/2oJaep0

April 26, 2017 at 06:38PM
26 Apr 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top