কৃষ্ণ সাগরে মালবাহী জাহাজের সঙ্গে সংঘর্ষে রাশিয়ার নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ ডুবে গেছে।
তুরস্কের রাজধানী ইস্তাম্বুলের কিলিয়স শহর থেকে ১৮ মাইল উত্তরে সাগরের বসফরাস প্রণালীর কাছে বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। খবর বিবিস, আলজাজিরা, দ্য গার্ডিয়ানের।
তুরস্কের কোস্টগার্ড জানিয়েছে, তারা রাশিয়ার নৌবাহিনীর গোয়েন্দা ওই জাহাজ থেকে ৭৮ জনের সবাইকে উদ্ধার করেছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গোয়েন্দা জাহাজ লিমান বসফরাস প্রণালীর ৪০ কিলোমিটার উত্তর-পশ্চিমে দুর্ঘটনার কবলে পড়েছে। এতে জাহাজটির অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।
রুশ নৌবাহিনীর গোয়েন্দা জাহাজ ‘লিমান’র সঙ্গে টোগোর মালবাহী একটি জাহাজের এ সংর্ঘষ হয়।
from যুক্তরাজ্য ও ইউরোপ – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2oRvtWw
April 28, 2017 at 07:17AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন