কাশ্মীরে জঙ্গি হামলায় প্রাণ হারালেন পিডিপি-র জেলা সভাপতি

জম্মু-কাশ্মীর, ২৪ এপ্রিলঃ কাশ্মীরে জঙ্গি হামলায় নিহত পিপলস ডেমোক্রিক পার্টির (পিডিপি) জেলা সভাপতি আব্দুল গনি দার। সোমাবার কাশ্মীরের পুলওয়ামা জেলায় ঘটনাটি ঘটেছে।

পুলিশ সূত্রের খবর, এদিন জরুরি কাজের জন্যে পিঙ্গলান থেকে শ্রীনগর যাচ্ছিলেন আব্দুল গনি দার। সেইসময় তাঁর গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। গুরুতর অবস্থায় শ্রীনগরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

২০১৪-র ১ নভেম্বর পিডিপি-তে যোগ দিয়েছিলেন আব্দুল গনি দার। এরআগে তিনি অনেক গুরুত্বপূর্ণ কাজের দায়িত্বে ছিলেন।



from Uttarbanga Sambad http://ift.tt/2pVX9u7

April 24, 2017 at 06:31PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top