আপাতত মিড-ডে মিলে ডিম বন্ধ মালদায়

মালদা, ৩ এপ্রিলঃ বাজারে আদৌ কোনও প্লাস্টিকের ডিম আছে কিনা, তা এখনও নিশ্চিত হয়টনি। তবে কোনোরকম ঝুঁকি না নিয়ে মঙ্গলবার থেকে পরপর ৭ দিন পুরো বাজারগুলিতে অভিযান চালাবে ইংরেজবাজার পুরসভা। মালদা শহর জুড়ে প্লাস্টিকের ডিম আতঙ্ক কাটাতে এমনই সিদ্ধান্ত নিয়েছে পুরসভা। একই সঙ্গে পুর এলাকায় থাকা প্রাথমিক বিদ্যালয়গুলির খুদে পড়ুয়াদের মিড-ডে মিলে আপাতত ডিম খাওয়ানো বন্ধেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার ইংরেজবাজার পুরসভায় এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত দুটি নেওয়া হয়েছে বলে জানান পুরপ্রধান নীহাররঞ্জন ঘোষ।

প্রসঙ্গত, মালদা শহরের বিদ্যাসাগরপল্লির এক বাসিন্দা বিপ্লব সাহা দাবি করেন, রবিবার তিনি পাড়ার একটি দোকান থেকে ৬টি ডিম কিনেছিলেন। ওই ডিমের একটি ডিম প্লাস্টিকের ছিল বলে অভিযোগ ওঠে। এই ঘটনা নিয়ে তিনি কোনো লিখিত অভিযোগ দায়ের না করলেও বিভিন্ন সংবাদমাধ্যমের কাছ থেকে খবর পাওয়ার পর নড়েচড়ে বসে ইংরেজবাজার পুর কর্তৃপক্ষ। সোমবার দুপুর ১টা নাগাদ পুরসভায় এক বিশেষ বৈঠক ডাকেন তিনি। ওই বৈঠকে কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করা হয় প্লাস্টিকের ডিম বন্ধের পদক্ষেপ নিয়ে।



from Uttarbanga Sambad http://ift.tt/2otBaxn

April 03, 2017 at 08:36PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top