কলকাতা, ০৪ মার্চ- পশ্চিমবঙ্গের ২২তম জেলা ঝাড়গ্রাম। মঙ্গলবার ঝাড়গ্রামকে নতুন জেলা হিসাবে ঘোষণা করেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এর উন্নয়নে মঙ্গলবার ২০০ কোটি রুপি বরাদ্দও দিয়েছেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে রাজ্যের কৃষকদের জমির খাজনা মওকুফের ঘোষণা দিয়েছেন তিনি। পশ্চিম মেদিনীপুর জেলা ভেঙে ঝাড়গ্রামকে নতুন জেলা তৈরি করা হয়েছে। নতুন জেলার মোট আয়তন ৩০২৪ বর্গ কিলোমিটার, জনসংখ্যা ১১ লাখ ৩৭ হাজার ১৬৩ (২০১১ জনগণনা অনুযায়ী)। নতুন জেলায় থাকছে একটি পৌরসভা, ৭৯টি গ্রাম পঞ্চায়েত, আটটি পঞ্চায়েত সমিতি, নয়টি থানা, আটটি ব্লক, তিনটি সুপার স্পেশালিটি হাসপাতাল এবং সাতটি গ্রামীণ হাসপাতাল, ১২৬০টি প্রাথমিক বিদ্যালয়, দুইটি মাধ্যমিক বিদ্যালয়, ১৪২টি উচ্চমাধ্যমিক বিদ্যালয়, কলেজ ১০টি। জেলা সদর ঝাড়গ্রাম বাদ দিলে বাকি এলাকা পঞ্চায়েতের অধীনে। নতুন জেলার আনন্দে ঝাড়গ্রামের প্রতিটি বাড়ি, দোকান-বাজার-ঘাট-সরকারি অফিস সেজে উঠেছে। নতুন জেলা প্রশাসক হিসাবে দায়িত্ব নিয়েছেন আর অর্জুন, পুলিশ সুপার হয়েছেন অভিষেক গুপ্ত। আর/১৭:১৪/০৪ এপ্রিল
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2o5t5xP
April 05, 2017 at 12:22AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন