মুম্বাই, ৭ এপ্রিল- ক্যারিয়ারের ক্রান্তিলগ্নে সব গ্রেটদের জন্যই কি অপমান বরাদ্দ থাকে? ইতিহাস ঘাটলে এমন ঘটনা একেবারে কম পাওয়া যায় না। যে সমস্যাটি এখন মোকাবেলা করতে হচ্ছে ভারতের সাবেক সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে। চলতি আইপিএলের দশম আসরে প্রথম ম্যাচেই ধোনিকে সরিয়ে নায়ক বনে গেছেন পুনে সুপার জায়ান্ট নেতা স্টিভেন স্মিথ। তবে ম্যাচের পরেই ধোনিকে চরম অসম্মানিত হতে হয় মালিকপক্ষের কাছে। ম্যাচের পরেই বিতর্কিত টুইট করে বসেন মালিক সঞ্জীব গোয়েঙ্কার ভাই ও আরপিএস এন্টারপ্রাইজের অন্যতম অংশীদার হর্ষ গোয়েঙ্কা। যা নিয়ে এখন তুমুল বিতর্ক চলছে সোশ্যাল সাইটে! বৃহস্পতিবার শেষ ওভারে পুনের জেতার জন্য প্রয়োজন ছিল ১৩ রান। ক্রিজে ছিলেন স্বয়ং ধোনি এবং স্মিথ। ফিনিশার ধোনির উড়ান দেখার জন্য গোটা স্টেডিয়াম যখন উদগ্রীব, তখনই অ্যান্টি ক্ল্যাইম্যাক্স! ধোনির পারফরম্যান্স ঢেকে দিলেন একা স্মিথ। প্রথম ও তৃতীয় বল মোকাবেলা করেছিলেন ধোনি। বাউন্ডারি কিংবা ওভার বাউন্ডারি নয়, ২ বলে ধোনির ব্যাট থেকে আসল দুটি সিঙ্গেল। শেষ ৩ বলে জয়ের জন্য দরকার ছিল ১০ রান। ধোনির স্টাইলেই জোড়া ছক্কা মেরে পুনেকে জয় এনে দেন স্মিথ। ধোনি পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে ১২ বলে ১২ রানে অপরাজিত থাকেন। স্মিথ বাজিমাত করে যান ৫৪ বলে ৮৪ রানের দুরন্ত ইনিংস খেলে। এরপরেই হর্ষ গোয়েঙ্কা টুইটারে লিখেন, স্মিথ প্রমাণ করে দিল জঙ্গলের আসল রাজা কে! ধোনিকে পুরোপুরি ছাপিয়ে গেল এদিন। ক্যাপ্টেনস নক একেই বলে। স্মিথকে নেতা হিসেবে নির্বাচনের সিদ্ধান্ত পুরোপুরি সঠিক। তবে সহ-মালিকের পক্ষ থেকে এমন টুইট মোটেই হালকা ভাবে নেয়নি ধোনি-ভক্তরা। পাল্টা তাদের আক্রমণের শিকার হতে হয় হর্ষকে। এক ধোনি সমর্থক লেখেন, ধোনিকে কেউই ছাপিয়ে যেতে পারবে না। একবার ধোনিকে দল থেকে বের করে দিন, তারপর দেখুন কতজন আপনাদের দলকে সমর্থন জানায়। বাস্তবটা তখন বুঝতে পারবেন। ঋষু নামে অপর এক সমর্থক লেখেন, ধোনির দলই দুটো বিশ্বকাপ, দুটো আইপিএল ট্রফি, জোড়া চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে। আপনার বক্তব্যে এমন তথ্য পাল্টাবে না। অপর একজনের বক্তব্য, অন্য কোনো ক্রিকেটারের সঙ্গে তুলনা করার আগে যে দেশের হয়ে সমস্ত ট্রফি জিতেছেন, সেই কিংবদন্তিকে সম্মান করতে শিখুন। একাধিক সমর্থকদের কাছে তীব্র প্রতিক্রিয়া আসার পর হর্ষ গোয়েঙ্কা শেষ পর্যন্ত ধোনিকে নিয়ে করা বিতর্কিত টুইট মুছে ফেলতে বাধ্য হন।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2p9JUVv
April 08, 2017 at 02:26AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top