নয়াদিল্লি, ৭ এপ্রিলঃ দিল্লির ন্যাশনাল মিডিয়া সেন্টারে ৬৪ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষিত হল শুক্রবার। বিচারকের আসনে ছিলেন ছবিনির্মাতা প্রিয়দর্শন।১৯৫৯ এর নানাবতী মামলার প্রেক্ষাপটের ওপর তৈরি ‘রুস্তম’-এ অভিনয়ের জন্যে সেরা অভিনেতা নির্বাচিত হলেন অক্ষয়কুমার। সেরা ছবি ‘কাসভ’। সেরা হিন্দী ছবি সোনম কাপুর অভিনীত ‘নীরজা’। ‘প্রাক্তন’ ছবিতে ‘তুমি যাকে ভালোবাসো’ গানটির জন্যে সেরা গায়িকা হন ইমন চক্রবর্তী। ‘বিসর্জন’ সেরা বাংলা ছবির স্বীকৃতি পেয়েছে। ‘ধানক’সেরা ছোটদের ছবি নির্বাচিত হয়েছে। সেরা কান্নাড়া ছবি নির্বাচিত হয়েছে ‘রিজার্ভেশন’। সেরা মরাঠি ছবি ‘দশক্রিয়া’।
৬৪ তম জাতীয় পুরস্কারের সেরার তালিকার মধ্যে কিছুটা তুলে ধরা হল
- সেরা কাহিনী চিত্র- কাসভ (মারাঠি)
- সেরা ডেবিউড ফিল্ম- দীপ চৌধুরি ( বাংলা ছবি খলিফা)
- মনোরঞ্জনকারী জনপ্রিয় ছবি- সাথামানাম ভবতি
- সেরা স্টান্ট কোরিওগ্রাফি- পিটার হেইন
- সেরা ছোটদের ছবি- ধানক (হিন্দী)
- সামাজিক সমস্যার ওপর নির্মিত ছবি- পিংক
- সেরা নির্দেশক- রাজেশ মাপুসকার
- সেরা অভিনেতা-অক্ষয় কুমার
- সেরা অভিনেত্রী- সুরভি মিন্নামিনুনগু
- সেরা সহ অভিনেত্রী- জাইরা ওয়াশিম
- সেরা সহ অভিনেতা- মনোজ জোশী
- সেরা চাইল্ড আর্টিস্ট- অধিশ প্রবীন
from Uttarbanga Sambad http://ift.tt/2nKIsI2
April 07, 2017 at 05:43PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন