কাশ্মীরের জেল থেকে উদ্ধার ১৪টি মোবাইল ফোন

 

শ্রীনগর, ৩ এপ্রিলঃ ১৪টি মোবাইল ফোন উদ্ধার হল কাশ্মীরের বারামুল্লা জেলার একটি সাব-জেল থেকে। সূত্রের খবর, হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেই জেলের বন্দিরা পাকিস্তানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখত। এই বন্দিরা সেনাদের লক্ষ্য করে পাথর ছোঁড়া এবং সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকার অপরাধে ধৃত।

সোমবার জেল এবং পুলিশের যৌথ অভিযানে সন্দেহভাজন কয়েকজনের কাছ থেকে উদ্ধার হয় মোবাইলফোন। বারামুল্লার সিনিয়র পুলিশ সুপারিন্টেনডেন্ট ইমতিয়াজ হুসেন বলেন, ‘কিছু বন্দি মোবাইল ফোন ব্যবহার করছে বলে খবর ছিল এবং তারা নিয়মিত হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাকিস্তানের সঙ্গে যোগাযোগ রাখছে। কয়েকটি ফোন উদ্দার করা হয়েছে। আমরা বিষয়টির তদন্ত করব।’

উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলি ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়েছে পরীক্ষা করার জন্য।

গত শুক্রবার সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ দাবি করেছেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভারতীয় যুবকদের মধ্যে ইন্ধন যুগিয়ে ভারতে অস্থিরতা তৈরি এবং জঙ্গি কার্যকলাপ বৃদ্ধি করতে চাইছে পাকিস্তান। এরপরেই কাশ্মীরের ওই জেল থেকে মোবাইল ফোন উদ্ধার অত্যন্ত তাৎপর্যপূর্ণ।



from Uttarbanga Sambad http://ift.tt/2ozGYCa

April 03, 2017 at 01:30PM
03 Apr 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top