মুক্তিযোদ্ধা সংসদের স্টীকার ব্যবহার করে গাঁজা পাচার!

নিজস্ব প্রতিবেদক ● “মুক্তিযোদ্ধারা বাংলার সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান, মুক্তিযুদ্ধ সংসদ” লিখা সম্বলিত স্টীকার পাজারো জীপের সামনের গ্লাসে ব্যবহার করে গাড়ী ভর্তি গাঁজা পাচার করার সময় পুলিশ গাড়ীটিকে আটক করে। তবে চালকসহ গাঁজা পাচারকারীরা দৌড়ে পালিয়ে যায়। গাড়ীর পিছনের সিট থেকে ৭০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার কুমিল্লা-বাগড়া সড়কের মল্লিকাদীঘি এলাকায়। থানা সূত্রে জানা যায়, থানার এএসআই মোঃ আবুল কালাম আজাদ ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর ৫টায় উপজেলার বাগড়া-কুমিল্লা সড়কের মানরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি পাজারো জীপ গাড়ী যার রেজি নং- ঢাকা মেট্রো-ঘ-০২-২১১৬ এর গতিরোধ করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে চালকসহ ৩ জন মাদক ব্যবসায়ী ঐ সময় গাড়ী ফেলে দৌড়ে পালিয়ে যায়। গাড়ির পেছনের সিট ও নিচে তল্লাশী করে ৭টি সাদা প্লাস্টিকের বস্তায় প্রতিটিতে খাকি কসটেপ দ্বারা মোড়ানো ৫টি করে মোট ৩৫টি পেকেটে ৭০ কেজি গাঁজা উদ্ধার করে পাজারো জীপসহ থানায় নিয়ে আসে পুলিশ। এএসআই আবুল কালাম আজাদ বাদী হয়ে পলাতক আসামী মোঃ নুরুল ইসলাম প্রকাশ নুরু (৪২) ও তার সহযোগী অজ্ঞাত আরও ২ জনকে আসামী করে মাদক আইনে থানায় মামলা করেছে। থানার ওসি এসএএম শাহজাহান কবির সত্যতা নিশ্চিত করেছেন।



from ComillarBarta.com http://ift.tt/2pdp3lm

April 25, 2017 at 03:50PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top