পুরী, ১৯ এপ্রিল- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরীতে জগন্নাথ মন্দির দর্শন নিয়ে এক সেবায়েতের আপত্তি বিতর্ক সৃষ্টি করে। বিশ্বহিন্দু পরিষদও মমতার হিন্দুত্ব নিয়ে প্রশ্ন তুলেছিল। পুরীতে দাঁড়িয়েই মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানালেন তিনিই প্রকৃত হিন্দু। বিজেপি হিন্দুদের কলঙ্ক। মঙ্গলবার রাতে ভুবনেশ্বরে পৌঁছেই মমতা জানিয়ে দেন তিনি জগন্নাথ দর্শনে যাচ্ছেনই। পুরীর জগন্নাথ মন্দিরে তাঁর যাওয়ার ব্যাপারে আপত্তি তুলেছিল সেবায়েতদের একটি সংগঠনের সম্পাদক। হিন্দু সংগঠনগুলিও সেই সেবায়েতকে সমর্থন করে। বুধবার, পুরীর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়ই তাঁর জগন্নাথ দর্শন নিয়ে তৈরি হওয়া বিতর্কের জবাব দেন মমতা। তিনি বলেন, আমিও হিন্দু। কিন্তু আমি এমন হিন্দু নই যে হিন্দু ধর্মকে কলঙ্কিত করে। আমি হিন্দুদের ভালবাসি। পুরীর জগন্নাথ মন্দিরের সঙ্গে তাঁর দীর্ঘদিনের পারিবারিক সম্পর্ক রয়েছে বলেও মমতা দাবি করেন। বাংলার সবাই জগন্নাথদেবের দর্শনে আসেন। আমার পরিবারের লোকেরাও সারা বছরে অন্তত ছবার পুরীতে আসেন। আমাদের বাড়িতেও পূজা হয়। এখানকার দ্বৈতাপতি গিয়ে আমাদের বাড়িতে পুজো করে আসেন। জগন্নাথ মন্দির হোক বা কালীঘাট বা দক্ষিণেশ্বর মন্দির বা বেলুড় মঠ হোক, আমার সঙ্গে এর বরাবরের সম্পর্ক। মমতা বন্দ্যোপাধ্যায় গোমাংস খাওয়া সমর্থন করায় তাঁকে পুরীর জগন্নাথ মন্দিরে ঢুকতে না দেওয়ার দাবি জানিয়েছিলেন জগন্নাথ সেবায়েত সম্মিলনীর সম্পাদক সোমনাথ খুন্তিয়া। তাঁকে সমর্থন করে, বিশ্বহিন্দু পরিষদের পূর্বক্ষেত্রের প্রমুখ শচিন সিংহও দাবি করেন, মমতার হিন্দু-বিরোধী ইমেজ তৈরি হয়েছে। মমতাকে জোর গলায় বলতে হবে আমি হিন্দু। আগেই তৃণমূলের তরফে দাবি করা হয়েছিল, পুরীর মন্দিরে মমতার যাওয়া নিয়ে রাজনীতি করছে বিজেপি। সোমনাথ খুন্তিয়ার পিছনে বিজেপি-র মদত রয়েছে। বুধবার মমতাও বিজেপি-কে এই ইস্যুতে আক্রমণ করেন এবং বলেন, বিজেপি সব জায়গায় রাজনীতি করছে। আমি প্রকৃত হিন্দু। হিন্দুত্ব সবাইকে সহিষ্ণু হতে শেখায়। হিন্দুত্বের নামে বিজেপি একটি কলঙ্ক। সোমনাথ খুন্তিয়াকে পুলিশ আটক করলেও, হিন্দু সংগঠনগুলি বিক্ষোভ দেখাতে পারে এই আশঙ্কায় মুখ্যমন্ত্রীর জগন্নাথ মন্দির দর্শনে যাওয়ার সময় বিশেষ পুলিশি ব্যবস্থা করা হয়েছে। আর/১৭:১৪/১৯ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2oNRAhk
April 20, 2017 at 12:28AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top