ভিএলই, এলটিসিপিদের চুক্তির আওতায়আনার নির্দেশ দিল রাজ্য

রায়গঞ্জ, ৬ এপ্রিলঃ ১০০ দিনের প্রকল্পে গ্রাম পঞ্চায়েতস্তরে ভিএলই এবং এসটিপিদের চুক্তির আওতায় আনার নির্দেশ দিল রাজ্য। সম্প্রতি এই নির্দেশ জারি করেছেন এনআরইজিএ প্রকল্পের রাজ্য কমিশনার দিব্যেন্দু সরকার। এছাড়াও ১০০ দিনের প্রকল্পে চুক্তির ভিত্তিতে কর্মরত সম্পদ কর্মীদের আনা হবে স্বাস্থ্য সাথী প্রকল্পে।

সরকারি নির্দেশিকা অনুযায়ী, এক বছরের জন্য এই কর্মীদের চুক্তি হবে পঞ্চায়েত প্রধানের সঙ্গে। পারিশ্রমিকে কোনো পরিবর্তন আনা হচ্ছে না। সরকারি নির্দেশ মেনেই উত্তর দিনাজপুরে ৯৮টি গ্রাম পঞ্চায়েতে এই দুই পদে যে অস্থায়ী কর্মীরা ছিলেন না, তাদের বাত্সরিক চুক্তির আওতায় আনতে তত্পর জেলা এনআরইজিএ বিভাগ। এছাড়াও ১০০ দিনের প্রকল্পে যুক্ত চুক্তিভিত্তিক সমস্ত কর্মীদের রাজ্য স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় আনার তত্পরতা চলছে।

প্রশাসন সূত্রের খবর, ভিএলই এবং এসটিপিদের বাত্সরিক চুক্তির অধীনে আনা হলে তাদের কর্মাসংস্থানের নিশ্চয়তা বাড়বে।



from Uttarbanga Sambad http://ift.tt/2ngBlfg

April 06, 2017 at 08:59PM
06 Apr 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top