রুশ রণতরীকে ধাওয়া ব্রিটিশ যুদ্ধজাহাজের

rushসমুদ্রে এগিয়ে আসছে দুটি রাশিয়ান যুদ্ধজাহাজ। আর সেই দুটিকে লক্ষ্য করেই তাই ছুটছে ব্রিটিশ রয়্যাল নেভি। এমন দৃশ্যের সাক্ষী রইল ইংলিশ চ্যানেল। সাত সকালে দুটি জাহাজকে চিহ্নিত করে রয়্যাল নেভির এইচএমএস সাদারল্যান্ড। তারপরই দৌড়। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই দুটি জাহাজের প্রতিটা পদক্ষেপের উপর নজর রাখবে রয়্যাল নেভি। রাশিয়া জাহাজের ছবিও প্রকাশ করা হয়েছে।

ডিফেন্স সেক্রেটারি মাইকেল ফ্যালন বলেন, রাশিয়া জাহাজ ব্রিটেনের পানিসীমা ঘেঁষে যাচ্ছিল। তাই এদের উপর কড়া নজর রাখছে এইচএমএস সাদারল্যান্ড। ব্রিটেনকে সুরক্ষিত রাখার সব বন্দোবস্ত করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
ব্রিটিশ যুদ্ধজাহাজ এইচএমএস সাদারল্যান্ডের কমান্ডার অ্যান্ড্রু ক্যানেল বলেন, একটি বিশেষ ইউনিটকে এ কাজে নিযুক্ত করা হয়েছে।
সম্প্রতি, আমেরিকার পক্ষ থেকে ন্যাটো অফিসার সতর্কবার্তা দিয়ে বলেন, বর্তমানে ইউরোপে রাশিয়ান নৌসেনার চলাফেরা বেড়েছে।

কিছুদিন আগে রাসায়নিক হামলা নিয়ে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সিরিয়াকে সমর্থন করায় মস্কো সফর বাতিল করে দেন ব্রিটেনের ফরেন সেক্রেটারি বরিস জনসন। এরপরই দুই দেশের সম্পর্কে বদল এসেছে। ব্রিটেনের এই সিদ্ধান্তের জবাব দিতে ছাড়েনি রাশিয়াও।



from যুক্তরাজ্য ও ইউরোপ – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2pq7sGN

April 16, 2017 at 09:03PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top