শ্রীলঙ্কায় আবর্জনার পাহাড় ধস: নিখোঁজ ৩০

c480a_srilanka_long
ঢাকা: শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় আবর্জনার স্তূপ ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৮ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ৩০ জন । উদ্ধার অভিযান চলমান রয়েছে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছে শ্রীলঙ্কান কর্তৃপক্ষ।

শুক্রবার কলম্বোর মেথোতামুল্লার আস্তাকুড়ে এ দুর্ঘটনা ঘটে। এসময় প্রায় ৩০০ ফুট উঁচু থেকে আবর্জনার স্তূপ পাশের বেশকিছু বাড়ির ওপর ভেঙে পড়ে। এতে অন্তত ৪০টি বাড়ি আবর্জনার নিচে চাপা পড়ে।

দুর্ঘটনার কয়েক ঘণ্টা আগে আবর্জনার স্তূপে আগুন লাগে। আগুনের কারণে এটি ধসে পড়েছে বলে উদ্ধারকারীরা মনে করছেন। দেশটির সেনাবাহিনী উদ্ধার অভিযান পরিচালনা করছে। পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে অভিযান শেষ হবে বলে জানানো হয়েছে।

এদিকে অভিযান শেষের তথ্যে ক্ষোভ জানিয়েছেন নিখোঁজদের স্বজনরা। তাদের উদ্বেগকে যথাযথ মূল্যায়ন করা হচ্ছে না বলে অভিযোগ তুলেছেন। তবে সরকার এ আর্বজনার স্তূপটি বন্ধের ঘোষণা দিয়েছে।

১১ মার্চ রাতে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবার শহরতলিতে দীর্ঘ ৫ দশকের পুরনো আবর্জনার স্তূপ ধসে চাপা পড়ে অস্থায়ীভাবে নির্মিত বেশকিছু বাড়ি। এতে নিহত হন শিশুসহ ১১৩ জন। এখানে আফ্রিকা মহাদেশে প্রথম আবর্জনা থেকে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা হাতে নিয়েছিল ইথিওপিয়া সরকার।-বিবিসি



from মধ্যপ্রাচ্য ও দূরপ্রাচ্য – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2pJsoHX

April 17, 2017 at 09:24PM
17 Apr 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top