নয়াদিল্লি, ১৩ এপ্রিলঃ দেশের ৮টি রাজ্যের ১০টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা হবে আজ। সকাল থেকে শুরু হয়েছে গণনা। এখনও পর্যন্ত ১০টি আসনের মধ্যে ৬টিতেই এগিয়ে রয়েছে বিজেপি। এই রাজ্যের দক্ষিণ কাঁথি বিধানসভা কেন্দ্রে জয় নিশ্চিত করে ফেলেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্ষ। তবে উল্লেখ্যোগ্য বিষয় হল বামেদের সরিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বিজেপি। নামমাত্র ভোট পেয়েছে কংগ্রেস। পশ্চিম দিল্লির রাজৌরি গার্ডেন আসনটি সম্ভবত হাতছাড়া হচ্ছে আম আদমি পার্টির। শেয খবর অনুযায়ী তৃতীয় স্থানে রয়েছেন আপ প্রার্থী। বেশকিছু পদক্ষেপের জন্য ইতিমধ্যেই সমালোচনার মুখে পড়েছেন আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল। এবার জেতা আসন হাতছাড়া হওয়ায় আরও মুখ পুড়ল কেজরির। কর্ণাটকের নানজানগুড় ও গুন্ডলুপেট বিধানসভা কেন্দ্রে এগিয়ে রয়েছে কংগ্রেস প্রার্থীরা। হিমাচলপ্রদেশের ভোরাঞ্জ কেন্দ্রে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী। মধ্যপ্রদেশের আটের ও বান্ধবগড়ে এগিয়ে রয়েছে বিজেপি। এছাড়া রাজস্থানের ঢোলপুর ও অসমের ধিমাজিতেও এগিয়ে রয়েছেন বিজেপির প্রার্থীরা। প্রাথমিক গণনার ফল অনুযায়ী ঝাড়খন্ডের লিটিপাড়া বিধানসভা কেন্দ্রটি ধরে রাখতে চলেছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা।
from Uttarbanga Sambad http://ift.tt/2oBLQcd
April 13, 2017 at 12:05PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন