পাকিস্তানকে বাদ দিয়েই দক্ষিণ এশীয় উপগ্রহ

নয়াদিল্লি, ১৮ এপ্রিলঃ ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) আগামী ৫ মে ‘সাউথ এশিয়া স্যাটেলাইট’ উৎক্ষেপণ করবে। দক্ষিণ এশিয়ার সব দেশ এই উপগ্রহ থেকে উপকৃত হলেও, এই প্রকল্প থেকে দূরে রাখা হয়েছে পাকিস্তানকে। নানা কারণে পাকিস্তান এই প্রকল্পে অন্তর্ভুক্ত হয়নি। বাংলাদেশ এই প্রকল্পের সঙ্গে যুক্ত হতে ইতিমধ্যে একটি চুক্তি স্বাক্ষর করেছে।

সম্প্রতি, বাংলাদেশ টেলি যোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) চেয়ারম্যান শাহজাহান মাহমুদ ও ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলার মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। প্রথমে এই উপগ্রহের নাম ঠিক করা হয়েছিল ‘সার্ক স্যাটেলাইট’। কিন্তু পাকিস্তান এই প্রকল্পের সঙ্গে না থাকায় উপগ্রহের নাম বদলে পরে রাখা হয় ‘সাউথ এশিয়া স্যাটেলাইট’।

ভারতের শ্রীহরিকোটা থেকে আগামী ৫ মে উৎক্ষেপণ করা হবে এই উপগ্রহটিকে। জিস্যাট-৯ কমিউনিকেশন স্যাটেলাইটটির ওজন ২১৯৫ কিলোগ্রাম। এই উপগ্রহ ১২ বছরের বেশি কার্যকর থাকবে বলে জানিয়েছে ইসরো।

২০১৪ সালে কাঠমান্ডুতে হওয়া সার্ক সম্মেলন থেকে এই উপগ্রহ উৎক্ষেপণের বিষয়টি তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘এটা হবে প্রতিবেশী দেশগুলিকে ভারতের তরফে উপহার।’

ইসরোর চেয়ারম্যান এ এস কিরণ কুমার জানিয়েছেন, এই উপগ্রহ দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে যোগাযোগ বাড়াবে এবং বিপর্যয় মোকাবিলায় সাহায্য করবে।



from Uttarbanga Sambad http://ift.tt/2o09kc0

April 18, 2017 at 11:29PM
18 Apr 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top