সনু নিগমের মাথা মুড়িয়ে জুতোর মালা পরালে ১০ লক্ষ টাকা, ফতোয়া মুসলিম নেতার

কলকাতা, ১৯ এপ্রিলঃ আজান নিয়ে ট্যুইটে বিতর্কিত মন্তব্য করায় সংগীত শিল্পী সনু নিগমের নামে ফতোয়া জারি করলেন প্রবীণ মুসলিম নেতা সৈয়দ শা আতেফ আল কাদরি। মঙ্গলবার কলকাতায় এক সাংবাদিক বৈঠকে ওই মুসলিম নেতা বলেন, ‘যদি কেউ সনু নিগমের মাথা মুড়িয়ে, জুতোর মালা পরিয়ে সারা দেশ ঘোরাতে পারেন, তাহলে তাঁকে ১০ লক্ষ টাকা পুরষ্কার দেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘মন্দির থেকে ঘণ্টার শব্দ নিয়ে কেউ যদি মন্তব্য করেন, তাহলেও তিনি একই মন্তব্য করতেন। কারও ধর্মের নামে আঘাতজনক মন্তব্য করার অধিকার নেই।’ তাঁর দাবি, সনু নিগমের মতো লোকজনকে দেশ থেকে বের করে দেওয়া উচিত।



from Uttarbanga Sambad http://ift.tt/2pAr7qp

April 19, 2017 at 03:37PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top