সিরিয়াকে আমেরিকার জবাব

ওয়াশিংটন, ৭ এপ্রিলঃ নিরীহ সাধারণ মানুষের ওপর সিরিয়ার রায়ায়নিক হামলার কড়া জবাব দিল আমেরিকা। সিরিয়ার যে বিমানঘাঁটি থেকে রাসায়নিক হামলা চালানো হয়েছিল, সেই বিমানঘাঁটি লক্ষ্য করেই সামরিক অভিযান চালায় আমেরিকার সামরিক বাহিনী।

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে রাসায়নিক হামলার জন্য প্রথম থেকেই দায়ী করে আসছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে বৃহস্পতিবার ৫৯-৬০টি টোমাহক মিসাইল ছোঁড়া হয়।

সিরিয়ার সমস্ত ধরনের সন্ত্রাসবাদের অবসানের জন্য বিশ্বের সকল দেশকে আমেরিকাকে সমর্থনের আর্জি জানান ট্রাম্প। আশঙ্কা প্রকাশ করেছেন, এইভাবে শান্তি লঙ্ঘন হলে অভিবাসন সমস্যা আরও জটিল হতে থাকবে।

উল্লেখ্য, ৪ এপ্রিল সিরিয়ার ইদলিব প্রদেশের খান শেখু শহরে  রাসায়নিক হামলা চালানো হয় বলে সন্দেহ। মৃত্যু হয় প্রায় ৮৬ জনের। কিন্তু সিরিয়ার পক্ষ থেকে এই দায় অস্বীকার করা হয়েছে।



from Uttarbanga Sambad http://ift.tt/2nKfXtS

April 07, 2017 at 01:15PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top