প্রয়াত হলেন বিশ্বের সবচেয়ে প্রবীণ মহিলা

রোম, ১৬ এপ্রিলঃ প্রয়াত হলেন বিশ্বের সবচেয়ে প্রবীণ মহিলা এমা মোরানো। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১১৭ বছর। শনিবার ইতালির ভার্বানিয়া শহরে তাঁর মৃত্যু হয়।

১৮৯৯ সালের ২৯ নভেম্বর ইতালির সিভিয়াস্কো শহরে তিনি জন্মেছিলেন। তিনি মোট ১১৭ বছর এবং ১৩৭ দিন বেঁচেছিলেন। উনিশ শতকের শেষ জীবিত ব্যক্তি ছিলেন তিনি।



from Uttarbanga Sambad http://ift.tt/2plEFFR

April 16, 2017 at 03:40PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top