পিংক স্টারের বিশ্বরেকর্ড

হংকং, ৫ এপ্রিলঃ বিশ্বরেকর্ড করল ৫৯.৬ ক্যারেট ওজনের গোলাপী হিরে, নাম পিংক স্টার। মঙ্গলবার এক নিলামী অনুষ্ঠানে ৪৬৪ কোটি টাকা দাম উঠল পিংক স্টারের। মূল্যবান রত্নের দলে পৃথিবীতে এত বেশি মূল্যের রত্ন নিলামিতে এই প্রথম।

মাত্র পাঁচ মিনিটের এই নিলামিতে হংকংয়ের বিখ্যাত গহনা প্রস্তুতকারক চাও তাই ফুক এই হিরের মালিকানা পেলেন। এর আগে পিংক স্টার ২০১৩ সালে নিলামে উঠেছিল। কিন্তু সঠিক দামে ও ক্রেতার অভাবে সেই নিলাম বন্ধ হয়ে যায়।



from Uttarbanga Sambad http://ift.tt/2oBjtvR

April 05, 2017 at 05:56PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top