মো. আবুল কাশেম,বিশ্বনাথ (সিলেট ) থেকে :: সিলেটের বিশ্বনাথে তিনদিনেও উদ্ধার হওয়া অজ্ঞাতনামা নারীর লাশ সনাক্ত হয়নি। লাশ ময়নাতদন্ত শেষে সিলেট সিটি কর্পোরেশনের মাধ্যমে গত শনিবার রাতে সিলেটের মানিক পীর টিলায় বেওয়ারিশ হিসেবে ওই নারীর লাশ দাফন করা হয়েছে। অজ্ঞাতানামা নারীর হত্যার ঘটনায় থানার এস আই রফিকুল ইসলাম বাদল বাদি হয়ে গত শনিবার রাতে থানায় অজ্ঞাতানামা আসামি রেখে হত্যা মামলা দায়ের করেন।
এদিকে, নিহত নারীর হ্যান্ড ব্যাগে পাওয়া দুটি ছবির সূত্র ধরেই হত্যাকান্ডের সঙ্গে জড়িত সন্দেহে গতকাল রোববার পুলিশ যুবলীগ নেতাসহ দুইজনকে গ্রেফতার করতে সক্ষম হয়। তারা হলেন-উপজেলার রামপাশা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ও রামচন্দ্রপুর গ্রামের ইমরান আহমদ ও পালেরচক গ্রামের লুৎফুর রহমান। ঘটনার রহস্য উদঘাটনের জন্য গ্রেফতারকৃত দু’জনকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে পুলিশ। আজ সোমবার অজ্ঞাতানামা নারী হত্যা মামলায় আসামি দেখিয়ে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হবে বলে পুলিশ জানায়। গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকান্ড সম্পর্কে পুলিশ গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে বলে সূত্রে জানাগেছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি (তদন্ত) কামাল হোসেন বলেন,অজ্ঞাতনামা নারীর লাশ এখনো সনাক্ত হয়নি। তবে ময়নাতদন্ত শেষে শনিবার রাতে বেওয়ারীশ হিসেবে লাশ দাফন করা হয়েছে। নিহত নারীর হ্যান্ড ব্যাগে পাওয়া দুটি ছবির সূত্র ধরেই দু’জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।
বিশ্বনাথ থানার ওসি মনিরুল ইসলাম পিপিএম বলেন, পুলিশ হত্যাকান্ডের রহস্য উদঘাটন করতে তৎপর রয়েছে। শিগরিগই এ হত্যার রহস্য উদঘাটন হবে। এ হত্যাকান্ডে সন্দেহে আটক দুইজনকে ওই মামলায় আদালতে প্রেরণ করা হবে এবং তাদের রিমান্ডে আনার জন্য আদালতে আবেদন করা হবে।
প্রসঙ্গত, গত শনিবার সকালে বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের পাঠাকইন (রামচন্দ্রপুুর) এলাকা থেকে অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার করে থানা পুলিশ।
from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2oD3fyJ
April 24, 2017 at 05:35PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন