বস্তিতে বিধ্বংসী আগুন

নিউটাউনে পুড়ে ছাই ১০০ ঝুপড়ি

কলকাতা, ১৭ এপ্রিলঃ রবিবার গভীর রাতে ভয়াবহ আগুনে ছাই হয়ে গেল রাজারহাট নিউটাউনের একটি বস্তি। রাত একটা নাগাদ ঘুনি এলাকার মাঝেরপাড়ার বস্তিতে আগুন লাগলে প্রায় ১০০টি ঝুপড়ি ভস্মীভূত হয়ে যায়। দমকলের ১০টি ইঞ্জিন সোমবার ভোর পর্যন্ত চেষ্টা চালিয়ে আগুন আয়ত্ত্বে আনে। দমকল সূত্রে জানা গিয়েছে, ওই ঝুপড়িগুলিতে প্রচুর পরিমাণে প্লাস্টিক মজুত রাখা ছিল। তার জেরেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ওই ঝুপড়িগুলিতে বাংলাদেশ থেকে আসা বহু পরিবার আশ্রয় নিয়েছিল। আগুন লাগার পর ঝুপড়ি থেকে বিস্ফোরণের শব্দও শোনা গিয়েছে। তবে, অধিকাংশেরই ধারণা, ওই বিস্ফোরণ ঘটেছে গ্যাস সিলিন্ডার থেকে। দমকল কর্তৃপক্ষ অবশ্য আগুন লাগার কারণ স্পষ্টভাবে জানাতে পারেনি।



from Uttarbanga Sambad http://ift.tt/2oCl4P8

April 17, 2017 at 10:02AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top