মুম্বাই, ১৮ এপ্রিল- আর মাত্র ১০ দিনের অপেক্ষা। সব কিছু ঠিক থাকলে আগামী ২৮ এপ্রিল মুক্তি পাবে বাহুবলী: দ্য কনক্লুশান। এই ছবির সবচেয়ে বড় আকর্ষণ নাকি হতে চলেছেন প্রভাস। সূত্রের খবর, এ ছবিতে তিনটি ভিন্ন চরিত্রে দেখা যাবে তাঁকে! যদিও এ নিয়ে এখনও মুখ খোলেনি টিম বাহুবলী। ইন্ডাস্ট্রির জল্পনা, অমরেন্দ্র বাহুবলী এবং তাঁর ছেলে মহেন্দ্রর চরিত্রে রয়েছেন প্রভাস। একইসঙ্গে অমরেন্দ্রর বাবার চরিত্রেও নাকি দেখা যাবে এই অভিনেতাকে। বাহুবলী দ্য বিগিনিংবক্স অফিসে আয় করেছিল ১০০ কোটি টাকা। তারই সিক্যুয়েল এই ছবিটির বাজেট ২৫০ কোটি টাকা। সূত্রের খবর, ইতিমধ্যেই ছবি মুক্তির আগেই নাকি স্যাটেলাইট ও ডিস্ট্রিবিউশন রাইটস্ থেকে ৫০০ কোটি টাকা আয় করেছে ছবিটি। পরিচালক এস এস রাজামৌলি জানিয়েছেন, বাহুবলী দ্য বিগিনিং যেখানে শেষ হয়েছিল সেখান থেকেই শুরু হবে বাহুবলী: দ্য কনক্লুশান-এর জার্নি। প্রভাস ছাড়াও রানা ডগ্গুবতী, আনুশকা শেট্টি, রাম্যা কৃষ্ণন, তামান্নার অভিনয় সমৃদ্ধ করেছে ছবিটিকে। আর/১৭:১৪/১৮ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2ooXbst
April 18, 2017 at 11:56PM
18 Apr 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top