বিশ্বনাথে বাসিয়া নদী-চাউলধনী হাওর পরিদর্শন করলেন-পানি সম্পদ মন্ত্রী-প্রতিমন্ত্রী

DSC_0471

মো. আবুল কাশেম, বিশ্বনাথ প্রতিনিধি :: পানি সম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, পানি উন্নয়নের দুর্নীতি ব্যাপারে তদন্ত চলছে। তবে পানি উন্নয়নে কোনো দুর্নীতির প্রমান পেলে কাউকে ছাড় দেয়া হবেনা। যেখানে অনিয়ম হবে সেখানে কোনো টাকা দেয়া হবেনা।

তিনি বলেন, দ্রুত পানি নিস্কাসনের জন্য দেশের সকল নদীগুলো ড্রেজিং করা হবে। পাশাপাশি হাওরাঞ্চলে পানি প্রবেশ না করার জন্যে বাঁধও নির্মাণ করা হবে। আর এসকল কাজে কোনো দূর্নীতি হলে তাদেরকে ছাড় দেয়া হবেনা। বিশ্বনাথ উপজেলা সদরের বাসিয়া নদী খনন কাজ যেন সঠিকভাবে হয়। সার্ভে থেকে বাদ দেয়া ৫শত মিটার যেন ওই খনন কাজের ভিতরে নিয়ে আসার জন্য উপস্থিত সিলেটের পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের নির্দেশ করেন। কিছু সংখ্যাক স্বার্থান্বেসীদের কারণে জনগণের ক্ষতি হবে সেটা মেনে নেয়া যাবেনা বলে তিনি জানান। আর চাউলধনী হাওরের বাঁধ নির্মাণসহ যেসকল দাবি করা হয়েছে সেগুলোও ধীরে ধীরে বাস্তবায়ন করবেন বলে আশ্বাস দেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, এবারের এলাকা যে দূর্যোগে এসেছে,আগে তা কখনও হয়নি। মাত্র চারদিনের মধ্যে বিভিন্ন হাওর পানিতে তলিয়ে যায়। তিনি শনিবার বিশ্বনাথের চাউল ধনী হাওর পরিদর্শন শেষে এলাকাবাসী সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।

বিশেষ অতিথির বক্তব্যে পানিসম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম এমপি বলেছেন-আ.লীগ সরকার দেশের উন্নয়ন করে অনেকটা এগিয়ে নিয়েছে। এই সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২১সালের মধ্যে দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করার ঘোষনা করেছেন। এখন আর দেশের মানুষ না খেয়ে মরবেনা। তাই শেখ হাসিনার উদ্দেশ্যকে তার লক্ষমাত্রায় নিয়ে যেতে হলে আবারও আ.লীগ সরকাকে ক্ষমতায় আনতে হবে। এজন্য এখন থেকেই নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে ‘এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে’ স্থানীয় এমপি ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া বলেছেন, বর্তমান সরকার কৃষিবান্ধন সরকার। তাই দেশের কৃষি ও কৃষকের উন্নয়নে ব্যাপক কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বাধীন সরকারের এমপি-মন্ত্রীরা। আর এই উন্নয়নের ধারবাহিকতা থেকে বঞ্চিত হবেন না এই অঞ্চলের মানুষও। শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, প্রযুক্তি, যোগাযোগ’সহ সকল ক্ষেত্রে সমভাবে উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নের মাধ্যমে দেশ এগিয়ে চলছে উন্নয়নের মহাসড়কের দিকে।

দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আমির আলী’র সভাপতিত্বে এবং জাতীয় পার্টি নেতা শফিক আহমদ পিয়ার’র পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর, উপজেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন, এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন আবুল কালাম।

লামাকাজী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রইছ আলী’র সভাপতিত্বে ও উপজেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম আহবায়ক একেএম দুলাল’র পরিচালনায় পথসভায় বক্তব্য রাখেন লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপি নেতা কবির হোসেন ধলা মিয়া।

দিনব্যাপী কর্মসূচির শুরুতে রশিদপুর পয়েন্টে সকালে উপজেলাবাসীর পক্ষে মন্ত্রীমহুদয়দেরকে ফুল দিয়ে বরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিতাভ পরাগ তালুকদার। এরপর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতারের নেতৃত্বে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন, উপজেলা জাতীয় পার্টির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক হাজী সিতাব আলীর নেতৃত্বে জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠন, বিশ্বনাথ নতুন বাজার ও পুরাণ বাজার বণিক সমিতির নেতৃবৃন্দ অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করেন।

DSC_0317অনুষ্ঠানগুলোতে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রনালয়ের সচিব ড. জাফর আহমদ খান, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহা-পরিচালক জাহাঙ্গীর কবির, অতিরিক্ত মহা-পরিচালক মমতাজ উদ্দিন, সিলেটের প্রধান প্রকৌশলী আবদুল হাই, তত্ত্বাবধায়ক প্রকৌশলী নুরুল ইসলাম সরকার, নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম, সিলেটের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আবু সাফায়েৎ মোহাম্মদ সায়ে দুল ইসলাম, বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিতাভ পরাগ তালুকদার, সহকারী কমিশনার (ভূমি) আবদুল হাই, বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) মনিরুল ইসলাম পিপিএম, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, উপজেলা আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ শাহনুর হোসাইন, দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী আরিফুল্লাহ সিতাব, সাধারণ সম্পাদক আবদুল আজিজ, সাবেক জেলা জাতীয় পার্টি নেতা আরশ আলী বাবলু, এম এ রব, উপজেলা জাতীয় পার্টির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক হাজী সিতাব আলী, সাবেক যুগ্ম আহবায়ক আবদুল হান্নান, আবুল খয়ের মেম্বার, জাপা নেতা সহল আল-রাজী, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, সদস্য অসিত রঞ্জন দেব, নুর উদ্দিন, জামাল মিয়া, ইউপি মেম্বার রফিক হাসান, ছোরাব আলী, নুর উদ্দিন, ইরন মিয়া, গোলাম হোসেন, আবদুল মজিদ, ওয়াহাব আলী, আনোয়ার হোসেন, শাহিন আহমদ তালুকদার, আমির আলী, সমতা বেগম, শাহানারা বেগম, রাসনা বেগম, এনামুল হক, ফয়ছল আহমদ, নূরুজ্জামান, সেবিকা রাণী নাথ, ফাতেমা বেগম, কাঞ্চন মালা, আবুল কাশেম, নাসির উদ্দিন, শামীম আহমদ, বিশ্বনাথ নতুন বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি শামীম আহমদ, সাধারণ সম্পাদক হাসমত আলী, কোষাধ্যক্ষ নবীন সোহেল, পুরাণ বাজার বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন প্রমুখ ।

এর আগে মন্ত্রী উপজেলা সদরের বাসিয়া নদী পরিদর্শন করেন। এসময় মন্ত্রীকে বাচাঁও বাসিয়া নদী ঐক্য পরিষদের পক্ষ থেকে সংগঠনের আহবায়ক ফজল খান ৫দফা দাবি বাস্তবায়নের লক্ষে স্বারকলিপি প্রদান করেন।



from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2pJ82m2

April 29, 2017 at 10:46PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top