ঢাকা: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সেন্ট পিটার্সবার্গ হামলার ঘটনার ব্যাপারে ফোন করে শোক প্রকাশ করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মেট্রো স্টেশনের বিস্ফোরণকে ‘ভয়ানক ঘটনা’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ক্রেমলিনের এক বিবৃতির মতে, ফোনালাপের মাধ্যমে সন্ত্রাসবাদের বিরুদ্ধে এক সঙ্গে লড়াই করতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন রাশিয়া-আমেরিকা।
এছাড়াও ফোনালাপের মাধ্যমে হামলায় নিহতদের পরিবার এবং আত্মীয় স্বজনদের প্রতি গভীর শোক জানিয়েছেন ট্রাম্প। সেই সাথে সন্ত্রাসবাদের মতো অমঙ্গলজনক কর্মকাণ্ডের বিরুদ্ধে সবার এক সঙ্গে লড়াইয়ের প্রয়োজন রয়েছে বলে মনে করছেন ট্রাম্প। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এমনটি জানিয়েছেন আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে।
ট্রাম্পের শোক এবং সহানুভূতি প্রকাশের বিনিময় তাকে ধন্যবাদ জানিয়েছেন ভ্লাদিমির পুতিন।
পুতিন-ট্রাম্পের ফোনালাপের বিষয় নিয়ে হোয়াইট হাউজের প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, “দুইজনই প্রেসিডেন্ট ট্রাম্প এবং প্রেসিডেন্ট পুতিন সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করে তা নির্মূল করবেন বলে এক হয়েছেন।”
সেই সাথে মস্কোকে এই হামলার কারণে সৃষ্ট প্রতিকূল অবস্থা থেকে দ্রুত উত্তরণের এবং হামলাকারীদের বিচারের আওতায় আনার জন্য প্রয়োজনীয় সকল সহযোগিতা প্রদানের আশ্বাসও দিয়েছেন ট্রাম্প।
রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ হামলার পরে বিশ্বের ক্ষমতাধর নেতাদের মধ্যে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পই প্রথম যিনি এই হামলার ঘটনায় শোক প্রকাশ করেছেন।
উল্লেখ্য, সোমবার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে মেট্রো রেলস্টেশনে বোমা বিস্ফোরণে কমপক্ষে ১১ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে অন্তত ৪৫ জন। এমনটি জানিয়েছে রাশিয়ার নিউজ এজেন্সি ‘ট্যাস’। সিটির কেন্দ্রস্থলে অবস্থিত সেনায়া প্লশচাদ ও ইন্সটিটিউট অব টেকনোলজি স্টেশনে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
সেনায়া প্লোশাড ও টেকনোলজিশেস্কি ইন্সটিটিউট স্টেশনের মাঝামাঝি অংশে মেট্রো টানেলে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় আরও অন্তত ৪৫ জন আহত হয়েছেন। একই দিন স্টেশনের কাছে আরেকটি বিস্ফোরকের সন্ধান পাওয়া গেছে। পরে অবশ্য সেটি নিষ্ক্রিয় করা হয়েছে। বিস্ফোরণের এই ঘটনায় তিন দিনের শোক পালনের ঘোষণা দিয়েছে সেন্ট পিটার্সবার্গ কর্তৃপক্ষ।
ইন্টারফেক্স জানিয়েছে, হামলাকারী ২৩ বছর তরুণ উগ্রপন্থী ইসলামের মতধারার সাথে সম্পৃক্ত। আত্মঘাতী বোমার বিস্ফোরণে ওই তরুণের মৃত্যু হয়েছে। দেহাবশেষ পরীক্ষা করে তাকে চিহ্নিত করা সম্ভব হয়েছে। তবে এ ব্যাপারে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ কোনো মন্তব্য করেননি।
রুশ বার্তা সংস্থা ট্যাস জানিয়েছে, একজন নারীও এই হামলায় জড়িত থাকতে পারে।
হামলাকারী সম্পর্কে রাশিয়ার সরকার খুব সতর্কভাবে মন্তব্য করছে। বিবিসি জানিয়েছে, রুশ নিরাপত্তা সংস্থা এফএসবি হামলার বিষয়টি তদন্ত করছে। তাদের সন্দেহের তীর মূলত: মধ্যপ্রাচ্যভিত্তিক সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এবং চেচেন জাতীয়তাবাদী গ্রুপগুলোর ওপর।
from যুক্তরাজ্য ও ইউরোপ – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2owHwMo
April 04, 2017 at 02:41PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন