কলকাতা, ১৬ এপ্রিল- সাংগঠনিক নির্বাচনে দলের সর্বোচ্চ পদে মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করার সুযোগ রাখছে তৃণমূল। শাসকদলের চেয়ারপার্সন পদে নির্বাচনে যে কোনও দলীয় সদস্য মমতার প্রতিদ্বন্দ্বী হতে পারবেন। তবে সেই সম্ভাবনা এখনও নেই বললেই চলে। আগামী ২১ এপ্রিল ওই সাংগঠনিক নির্বাচনের সাক্ষী রাখতে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রায় ২০ হাজারের জমায়েত করতে চলেছে তৃণমূল। দলে গণতন্ত্রের প্রমাণ দিয়ে আগামী শুক্রবারই তৃণমূলের সাংগঠনিক নির্বাচন হবে। দলীয় সংবিধান অনুযায়ী, চেয়ারপার্সন পদে নির্বাচন সেরে পরবর্তীস্তরে দায়িত্ব বণ্টন হবে। সেক্ষেত্রে নির্বাচিত চেয়ারপার্সনের হাতে সব ক্ষমতা থাকায় তিনিই বাকি পদে নির্বাচন বা মনোনয়ন করেন। তবে গোটা প্রক্রিয়া যে গণতন্ত্র মেনে, তা প্রমাণ দিতে চেয়ারপার্সন পদে প্রার্থী হওয়ার সুযোগ থাকছে দলের অন্য সদস্যদের জন্যও। আগামিকাল, সোমবার ওই নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ করবেন ভারপ্রাপ্ত রিটার্নিং অফিসার তথা বিদায়ী কমিটির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়। তিনি বলেন, দলের যে কোনও প্রাথমিক সদস্যই চেয়ারপার্সন পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। দলের সংবিধান অনুযায়ী সেই সুযোগ আছে। তা হলে ভোট হবে। প্রতিদ্বন্দ্বী না থাকলে সর্বসম্মতির ভিত্তিতে স্থির হবে। দলীয় নির্বাচনে মমতার বিরুদ্ধে কেউ প্রার্থী হবেন, বাস্তবে সেই সম্ভাবনা তেমন নেই। কারণ, তৃণমূলে মমতাই শেষ কথা। তাঁর নেতৃত্বও সর্বস্তরে প্রশ্নহীন। তবু ওই প্রক্রিয়ার মাধ্যমে সাংগঠিক নির্বাচনের ব্যবস্থা করেছে তৃণমূল। শুধু তাই নয়, ওই প্রক্রিয়ার সঙ্গে রাজ্যব্যাপী দলের সর্বস্তরের নেতাদের যুক্ত করতে চাইছে শাসকদল। তৃণমূল সূত্রের খবর, নবনির্বাচিত চেয়ারপার্সনই দলের অন্যান্য পদে মনোনীত করবেন আগামী ২৯ তারিখ। ওইদিন কালীঘাটে মমতার বাড়িতে সংশ্লিষ্ট সকলকে ডাকা হয়েছে।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2pEQnbi
April 16, 2017 at 05:17PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top