ইসলামাবাদ, ১৫ এপ্রিল- আন্তর্জাতিক ক্রিকেট থেকে শহীদ আফ্রিদির অবসর নিয়ে কম নাটক হয়নি। বেশ কয়েকবার অবসরের ঘোষণা দিয়েও ফিরে এসেছেন তারকা এই অলরাউন্ডার। সবশেষ চলতি বছরের ফ্রেব্রুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান আফ্রিদি। এবার সাবেক এই অধিনায়ককে আনুষ্ঠানিকভাবে বিদায় জানাতে চাইছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবির নির্বাহী কমিটির চেয়ারম্যান নাজাম শেঠি এই ব্যাপারে কথা বলার জন্য শহীদ আফ্রিদিকে লাহোরে ডেকে পাঠিয়েছিলেন। পাকিস্তানের সাবেক এই অধিনায়ককে কিভাবে সম্মানের সাথে বিদায় জানানো যায় তা নিয়ে আলোচনা করেন দুজন। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে টুইট করে আফ্রিদির আনুষ্ঠানিক বিদায় নিয়ে নিশ্চয়তা দেন নাজাম শেঠি। সেই টুইটে তিনি লিখেছেন, আমাদের একমাত্র হিরো লালা (আফ্রিদির ডাক নাম)। ইতিমধ্যে তার সাথে আমাদের কথা হয়েছে। ওকে যথাযথভাবে বিদায়ের জন্য আমরা একটা সময় নির্ধারণ করেছি। সম্প্রতি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির শুভেচ্ছাদূত হওয়ার জন্য আফ্রিদিকে অভিনন্দন জানিয়েছেন নাজাম শেঠি। আফ্রিদির কিছুদিন পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন দেশটির টেস্ট অধিনায়ক মিসবাহ উল হক ও কিংবদন্তি ব্যাটসম্যান ইউনুস খান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ শেষে ব্যাট-প্যাড তুলে রাখার ঘোষণা দেন এই দুই ক্রিকেটার। নাজাম শেঠি জানান, আফ্রিদির সাথে সাথে মিসবাহ ও ইউনুসকেও বিদায়ী সংবর্ধনা দেওয়া হবে। সূত্র: বিজনেস রেকর্ডার আর/০৭:১৪/১৬ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2oLMnII
April 16, 2017 at 01:36PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top