জমি মাফিয়াদের বিরুদ্ধে সরব পঞ্চায়েত প্রধান

শিলিগুড়ি, ১২ এপ্রিলঃ পর্যটনমন্ত্রী গৌতম দেবের এলাকায় রমরমিয়ে চলছে জমি মাফিয়াদের কারবার। বুধবার এক সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন ডাবগ্রাম ২ নং গ্রামপঞ্চায়েত প্রধান সুধা সিংহ চ্যাটার্জি। তাঁর অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় জমি মাফিয়ারা দাঁপিয়ে বেড়াচ্ছে। তারা একজনের জমি অন্যজনের বলে দাবি করছে। গরিব মানুষকে ঠকাচ্ছে। এই বিষয়টি আশীগড় ফাঁড়িতে অভিযোগ জানালেও থানা থেকে কোনও রকম ব্যবস্থা নেয়নি। এই বিষয়টি মন্ত্রীকে জানিয়েছেন পঞ্চায়েত প্রধান।

পঞ্চায়েত প্রধান সুধা সিংহ চ্যাটার্জি একদিকে তৃণমূল কংগ্রেসের সদস্য। তাঁর দাবি, দলের একাংশও এই মাফিয়া কারবারের সঙ্গে যারা যুক্ত রয়েছে। এই ব্যাপারে পুলিশ কোনো ব্যবস্থা না নেওয়ায় তিনি পুরো বিষয়টি দলকে জানিয়েছেন।



from Uttarbanga Sambad http://ift.tt/2oXdktN

April 12, 2017 at 04:58PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top