ঢাকা, ২৪ এপ্রিল- ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে বর্তমানে ভারতে অবস্থান করছেন সাকিব আল হাসান। আর সেখানে এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে তিনি জানিয়ে দেন, ২০১৯ আসরেই বাংলাদেশের হাতে বিশ্বকাপ দেখতে চান তিনি। তিন ফরম্যাটের মধ্যে ওয়ানডেতে ২০১৪ সালের নভেম্বর থেকে দারুণ সময় কাটাচ্ছে বাংলাদেশ। যার প্রভাবটা পড়েছিলো ২০১৫ বিশ্বকাপে। সবকিছু মিলিয়েই শ্রীলঙ্কান কিংবদন্তি অর্জুনা রানাতুঙ্গা মন্তব্য করেছেন, ২০২৩ বিশ্বকাপ ঘরে তুলবে বাংলাদেশ। কিন্তু সাকিব জানাচ্ছেন ২০২৩ নয়, ২০১৯ সালেই শিরোপা ঘরে আনার ভালো সুযোগ রয়েছে তাদের সামনে, আমরা বেশ ভালোভাবে প্রস্তুত হচ্ছি। ২০১৯ সালে আমাদের ভালো সুযোগ রয়েছে শিরোপা জয়ের। যেভাবে এগোচ্ছি তাতে সামনের আসরে খুব প্রতিযোগিতাপূর্ণ একটা দল গড়তে পারবো।
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2olgx6K
April 24, 2017 at 09:08PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন