গজলডোবা পর্যটন হাবে বিনিয়োগ ৩০ কোটি

শিলিগুড়ি, ১১ এপ্রিলঃ গজলডোবা পর্যটন হাবে ৩০ কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে পিসিএম গোষ্ঠী। এই রিসর্ট তৈরির জন্য মঙ্গলবার মৈনাক পর্যটন আবাসে পর্যটন দপ্তর এবং পিসিএম গোষ্ঠীর মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়। পর্যটনমন্ত্রী গৌতম দেব এদিন বলেন, আগামী দু বছরের মধ্যে এই হাব সম্পূর্ণ তৈরি হয়ে যাবে। ১০০ শতাংশ পরিবেশ বান্ধব এই পর্যটন হাব গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন মন্ত্রী। পিসিএম গোষ্ঠীর চেয়ারম্যান কমল মিত্তল জানিয়েছেন, এক মাসের মধ্যেই এই প্রকল্পের কাজ শুরু হবে। এক বছরের মধ্যে শেষ হবে কাজ।

প্রসঙ্গত, ২০১৪ সালের ১ জানুয়ারি গজলডোবা প্রকল্পের শিলান্যাস হয়েছিল। প্রায় ১০০ কোটি টাকা খরচ করে রাজ্য সরকার এই পর্যটন হাবের কাজ শুরু করেছিল। কিন্তু পরিবেশ সংক্রান্ত একটি মামলায় গ্রিন ট্রাইবিউনালের স্থগিতাদেশের জেরে মাঝ পথে থমকে গিয়েছিল গজলডোবার এই প্রকল্প। পুনরায় চালু হওয়ায় মুখ্যমন্ত্রীর স্বপ্নের এই প্রকল্পে আরও বিনিয়োগে আশাবাদী মন্ত্রী।



from Uttarbanga Sambad http://ift.tt/2p27VBz

April 11, 2017 at 10:11PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top