বেতন দ্বিগুণ রিজার্ভ ব্যাংকের গভর্নরের

নয়াদিল্লি, ২ এপ্রিলঃ এক লাফে বিরাট অঙ্কের বেতন বাড়ল আরবিআই গভর্নর উর্জিত প্যাটেল এবং তাঁর ডেপুটি গভর্নরদের। মাইনে বেড়ে উর্জিত প্যাটেলের বর্তমান বেসিক বেতন মাসে ২ লক্ষ ৫০ হাজার টাকা এবং ডেপুটি গভর্নরদের ২ লক্ষ ২৫ হাজার টাকা হয়েছে। ২০১৭-এর জানুয়ারি থেকে বর্ধিত হারে বেতন চালু হয়েছে। তবে বলা হচ্ছে, তাদের থেকে আরবিআই নিয়ন্ত্রিত বিভিন্ন ব্যাংকের শীর্ষকর্তাদের তুলনায় কম।

এর আগে রিজার্ভ ব্যাংকের গভর্নরের বেসিক বেতন ছিল ৯০,০০০ টাকা এবং ডেপুটি গভর্নরদের ৮০,০০০ টাকা। আরবিআই-এর তথ্য অনুযায়ী, ২০১৬-এর ৩০ নভেম্বর উর্জিত প্যাটেল বেসিক পে, ডিএ এবং অন্যান্য পেমেন্ট মিলিয়ে পেয়েছেন ২,০৯,৫০০ টাকা।

তথ্যের অধিকার আইনে এক সংবাদ সংস্থার প্রশ্নের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংক এই তথ্য জানায়। বেসিক বেতন বাড়ার পর এখন গ্রস পে কত হয়েছে, তা জানায়নি রিজার্ভ ব্যাংক। তবে, মনে করা হচ্ছে সব মিলিয়ে উর্জিত প্যাটেলের গ্রস পে দাঁড়াবে ৩ লক্ষ ৭০ হাজার টাকা।



from Uttarbanga Sambad http://ift.tt/2nwvs9C

April 02, 2017 at 06:33PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top