মুম্বাই, ১৮ এপ্রিল- মাঝ সমুদ্রে একদল হাঙরের মাঝে সাঁতার কাটলেন ভারতীয় অভিনেত্রী শ্রিয়া সরণ। সম্প্রতি মালদ্বীপে ছুটি কাটাতে গিয়েছিলেন শ্রিয়া। সেখানকার সমুদ্রে নানা রকম অ্যাডভেঞ্চার করেছেন তিনি। তখনই সমুদ্রে হাঙরদের সঙ্গে সময় কাটান শ্রিয়া। এই প্রসঙ্গে শ্রিয়া জানান, আমি ছোট একটা নৌকায় ছিলাম। সবচেয়ে সুন্দর সময় কাটিয়েছি তখন। ইগল রে, রিফ শার্ক, মানটা রে-র মতো সামুদ্রিক প্রাণী দেখেছি। এমনকী হোয়েল শার্কের সঙ্গে সাঁতারও কেটেছি। রাতেও সমুদ্রে নেমেছিলাম। এত সুন্দর সময় কাটিয়েছি যে ফিরতেই ইচ্ছে করছিল না। ২০১৫ সালে দৃশ্যম ছবিতে অজয় দেবগণের বিপরীতে শেষ বার বড়পর্দায় দেখা গিয়েছে শ্রিয়াকে। হাতে রয়েছে একটি মালায়ালাম রোমান্টিক কমেডি সিনেমা। সেখানে এক রেডিও জকির ভূমিকায় অভিনয় করবেন শ্রিয়া। পর্দায় এই চরিত্রটি ভালোভাবে ফুটিয়ে তোলার জন্য বাস্তবে এক রেডিও জকির থেকে কাজ শিখছেন তিনি।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2oQLuP8
April 18, 2017 at 07:45PM
18 Apr 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top