লন্ডন, ২০ এপ্রিলঃ ব্রিটেনে নিলামে সর্বোচ্চ দামে বিক্রি হল মহত্মা গান্ধির প্রতিকৃতির ৪টি বিরল ট্যাম্পের একটি সেট। ১৯৪৮ সালের ১০টাকার এই ভারতীয় ট্যাম্পটির দর ওঠে ৫০০,০০০ ব্রিটিশ পাউন্ড পর্যন্ত। ভরতীয় মুদ্রায় যার দাম প্রায় ৪২ কোটি টাকা।
ব্রিটেনের ডিলার স্ট্যানলি গিবনস বলেছেন, ‘মোট ১৩টি ট্যাম্পের মধ্যে গান্ধিজির ছবি দেওয়া ‘পার্পল ব্রাউন’ এই বিরল ট্যাম্পের সেটটি এক অস্ট্রেলিয়ান কালেক্টর কিনে নেন। এই প্রথম বিশ্বের বাজারে সর্বোচ্চ দামে বিক্রি হল ট্যাম্পটি।’
মহাত্মা গান্ধির ৪টি ট্যাম্পের সেট ছাড়াও নিলামে ওঠে বিশ্বের সবচেয়ে মূল্যবান ব্যক্তিগত ট্যাম্প হিসেবে চিহ্নিত রানি এলিজাবেথ দ্বিতীয়ের রয়্যাল ডাকটিকিট কালেকশন।
from Uttarbanga Sambad http://ift.tt/2oNDTk0
April 20, 2017 at 03:19PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.