নয়াদিল্লি, ১৯ এপ্রিলঃ শেষ পর্যন্ত বরখাস্ত করা হল প্রতিবাদী বিএসএফ জওয়ান তেজবাহাদুর যাদবকে। শৃঙ্খলাভঙ্গের কারণেই তাঁকে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছে বিএসএফ। তবে তেজবাহাদুরের পরিবারের তরফে জানানো হয়েছে, বিএসএফের সিদ্ধান্ত তাঁরা মানবেন না। ন্যায়বিচারের দাবি জানিয়ে আদালতের দ্বারস্থ হবেন তাঁরা।
প্রসঙ্গত, ৯ জানুয়ারি ফেসবুকে তেজবাহাদুর দু’টি ভিডিয়ো পোস্ট করেন। এই ভিডিয়োতে সেনাবাহিনীর নিম্নমানের খাবারদাবার, উপরওয়ালার দুর্নীতি, দুর্ব্যবহার নিয়ে মুখ খুলেছিলেন তিনি। ভিডিয়োতে তিনি দেখিয়েছিলেন, জীবন বাজি রেখে যাঁরা সীমান্তে পাহারা দেন, তাঁদের দৈনন্দিন জীবনটা ঠিক কী ধরনের। তেজবাহাদুরের ভিডিয়ো কাঁপিয়ে দিয়েছিল গোটা ভারতকে। সেনাবাহিনীর অন্দরমহল বেআব্রু হয়ে যাওয়ায় তীব্র অস্বস্তিতে পড়তে হয়েছিল কেন্দ্রকেও। বিএসএফের অভ্যন্তরীণ দোষী সাব্যস্ত হন তেজবাহাদুর। বুধবার তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
from Uttarbanga Sambad http://ift.tt/2pCoh0Y
April 19, 2017 at 10:19PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন